১৯ জানুয়ারি, ২০২৫ | ৫ মাঘ, ১৪৩১ | ১৮ রজব, ১৪৪৬


শিরোনাম
  ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!   ●  কক্সবাজার জেলা প্রশাসনে ‘হাসিনার ভূত’ .নৈশভোটের মাস্টারমাইন্ড ইয়ামিন বহাল তবিয়তে   ●  কক্সবাজার সদর হাসপাতালে যোগদান করলেন ডা. আরিফা মেহের রুমী   ●     ●  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত হোমিওপ্যাথিক চিকিৎসক দল   ●  চকরিয়ায় দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে আটক   ●  অনুপ্রবেশকালে বিজিবি হেফাজতে ৩৬ মিয়ানমার   ●  হলদিয়া বিএনপি উত্তর শাখার সাংগঠনিক পদে প্রার্থীতা করবেন মোহাম্মদ হেলাল    ●  উখিয়ায় বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

১১৮ বছরেও বয়স্ক ভাতা পাননি বাইশারীর মতিউর রহমান

Boyskko vata
মানুষ তো মানুষের জন্যেই। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেন না? ১১৮ বছর বয়সী মতিউর রহমান একটি বয়স্ক ভাতা প্রাপ্তির কার্ড পাওয়ার আশায় বিভিন্ন জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট মহলের দ্বারে দ্বারে দীর্ঘকাল ঘুরে বেড়ালেও সহানুভূতি হিসেবেও কার্ড মেলেনি তাঁর ভাগ্যে। এই বয়সে খেয়ে না খেয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া গ্রামের এই মতিউর রহমান। সংসারে তাঁর অনেকেই থাকলেও তাঁকে দেখার কেউ নেই। সম্প্রতি কথা হলে মতিউর রহমানের ছেলে সরওয়ার জানান, ভোটার আইডি কার্ড অনুসারে তার পিতার জম্ম তারিখ ১৮ জুন ১৮৯৬ইং। কিন্তু এখনো পর্যন্ত তিনি বয়স্ক ভাতা কার্ড পাননি। ঘাত-প্রতিঘাতের মাঝে ছেলে হিসেবে সরওয়ার তাঁর পিতার জন্য কিছুই করতে না পারার আক্ষেপ জানিয়ে অন্তত শেষ বয়সে কার্ড পেলে বৃদ্ধ বয়সে তাঁর পিতা দারিদ্রতা দুরীকরণে সহায়ক হবে বলে জানান।
এ ব্যাপারে আলাপকালে মতিউর রহমানের সংশিষ্ট ৪নং বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বলেন, ‘বয়স্ক ভাতা প্রপ্তির ক্ষেত্রে পুরুষের বয়স ৬৫ বছর ও মহিলার বয়স ৬২ বছর হতে হবে। প্রতি বছর বা দু’বছর অন্তর যে কার্ডগুলো আমরা পাই তা ইউপি সদস্যদের মাধ্যমে সর্বোচ্চ বয়স্ক ব্যক্তি, শারীরিকভাবে অক্ষম ও কর্মহীন ব্যক্তিদের মাঝে বন্টন করে থাকি। প্রবীণ মুরব্বী ডাক্তার মতিউর রহমান এখনো পর্যন্ত বয়স্ক ভাতা কার্ড না পাওয়ার বিষয়টি খুবই দুখজনক জানিয়ে তাঁকে সরকারের দেয়া যে কোন ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।