৪ জুন, ২০২৩ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৪ জিলকদ, ১৪৪৪


শিরোনাম
  ●  জাতীয় শ্রমিক লীগ চকরিয়ার ফাসিয়াখালী ইউনিয়ন শাখার কর্মী সভায় এমপি জাফর আলম   ●  বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এমপি জাফর আলম   ●  স্কাউটসসের নিয়ন্ত্রণ জামায়াত-শিবিরের হাতে যাচ্ছে কিনা কঠোর নজরদারি করতে হবে- এমপি জাফর   ●  সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আলেম-ওলেমাদের এগিয়ে আসতে হবে-এমপি জাফর   ●  ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠনে বর্তমান উদ্যোগ ভূমিকা রাখবে   ●  আওয়ামীলীগের বিদ্রোহী মেয়র প্রার্থীর সমর্থককে জরিমানা ও মুচলেকা আদায়   ●  পুকুরে ডুবে প্রাণ গেল শিশু তৌকির   ●  রোহিঙ্গা ক্যাম্পে যুবককে কুপিয়ে হত্যা   ●  শাহপুরী হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার   ●  কক্সবাজারে রেডিও সৈকত এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১৮ বছরেও বয়স্ক ভাতা পাননি বাইশারীর মতিউর রহমান

Boyskko vata
মানুষ তো মানুষের জন্যেই। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেন না? ১১৮ বছর বয়সী মতিউর রহমান একটি বয়স্ক ভাতা প্রাপ্তির কার্ড পাওয়ার আশায় বিভিন্ন জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট মহলের দ্বারে দ্বারে দীর্ঘকাল ঘুরে বেড়ালেও সহানুভূতি হিসেবেও কার্ড মেলেনি তাঁর ভাগ্যে। এই বয়সে খেয়ে না খেয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া গ্রামের এই মতিউর রহমান। সংসারে তাঁর অনেকেই থাকলেও তাঁকে দেখার কেউ নেই। সম্প্রতি কথা হলে মতিউর রহমানের ছেলে সরওয়ার জানান, ভোটার আইডি কার্ড অনুসারে তার পিতার জম্ম তারিখ ১৮ জুন ১৮৯৬ইং। কিন্তু এখনো পর্যন্ত তিনি বয়স্ক ভাতা কার্ড পাননি। ঘাত-প্রতিঘাতের মাঝে ছেলে হিসেবে সরওয়ার তাঁর পিতার জন্য কিছুই করতে না পারার আক্ষেপ জানিয়ে অন্তত শেষ বয়সে কার্ড পেলে বৃদ্ধ বয়সে তাঁর পিতা দারিদ্রতা দুরীকরণে সহায়ক হবে বলে জানান।
এ ব্যাপারে আলাপকালে মতিউর রহমানের সংশিষ্ট ৪নং বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বলেন, ‘বয়স্ক ভাতা প্রপ্তির ক্ষেত্রে পুরুষের বয়স ৬৫ বছর ও মহিলার বয়স ৬২ বছর হতে হবে। প্রতি বছর বা দু’বছর অন্তর যে কার্ডগুলো আমরা পাই তা ইউপি সদস্যদের মাধ্যমে সর্বোচ্চ বয়স্ক ব্যক্তি, শারীরিকভাবে অক্ষম ও কর্মহীন ব্যক্তিদের মাঝে বন্টন করে থাকি। প্রবীণ মুরব্বী ডাক্তার মতিউর রহমান এখনো পর্যন্ত বয়স্ক ভাতা কার্ড না পাওয়ার বিষয়টি খুবই দুখজনক জানিয়ে তাঁকে সরকারের দেয়া যে কোন ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।