২৭ জুলাই, ২০২৪ | ১২ শ্রাবণ, ১৪৩১ | ২০ মহর্‌রম, ১৪৪৬


শিরোনাম
  ●  কলেজছাত্র মুরাদ হত্যা মামলার আসামি রহিম কারাগারে   ●  আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রতিবাদে কক্সবাজার ছাত্রলীগের সমাবেশ   ●  স্বেচ্ছাসেবী কাজে বিশেষ অবদানের জন্য হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান    ●  চতুর্থবারের মতো শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হলেন রোবায়েত   ●  সেন্টমার্টিনে ২ বিজিপি সদস্যসহ ৩৩ রোহিঙ্গা বোঝাই ট্রলার   ●  উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ গ্রেপ্তার ২   ●  উখিয়ায় ৩ হাজার পরিবার পানিবন্দি; কাঁচা ঘরবাড়ি, গ্রামীণ সড়ক লন্ডভন্ড   ●  উখিয়ায় কৃষি বিভাগের প্রণোদনা পেলেন ১৮০০ কৃষক /কৃষাণী   ●  আরসার জোন ও কিলিংগ্রুপ কমান্ডার আটক ৩   ●  পটিয়া প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত

১১৮ বছরেও বয়স্ক ভাতা পাননি বাইশারীর মতিউর রহমান

Boyskko vata
মানুষ তো মানুষের জন্যেই। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেন না? ১১৮ বছর বয়সী মতিউর রহমান একটি বয়স্ক ভাতা প্রাপ্তির কার্ড পাওয়ার আশায় বিভিন্ন জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট মহলের দ্বারে দ্বারে দীর্ঘকাল ঘুরে বেড়ালেও সহানুভূতি হিসেবেও কার্ড মেলেনি তাঁর ভাগ্যে। এই বয়সে খেয়ে না খেয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া গ্রামের এই মতিউর রহমান। সংসারে তাঁর অনেকেই থাকলেও তাঁকে দেখার কেউ নেই। সম্প্রতি কথা হলে মতিউর রহমানের ছেলে সরওয়ার জানান, ভোটার আইডি কার্ড অনুসারে তার পিতার জম্ম তারিখ ১৮ জুন ১৮৯৬ইং। কিন্তু এখনো পর্যন্ত তিনি বয়স্ক ভাতা কার্ড পাননি। ঘাত-প্রতিঘাতের মাঝে ছেলে হিসেবে সরওয়ার তাঁর পিতার জন্য কিছুই করতে না পারার আক্ষেপ জানিয়ে অন্তত শেষ বয়সে কার্ড পেলে বৃদ্ধ বয়সে তাঁর পিতা দারিদ্রতা দুরীকরণে সহায়ক হবে বলে জানান।
এ ব্যাপারে আলাপকালে মতিউর রহমানের সংশিষ্ট ৪নং বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বলেন, ‘বয়স্ক ভাতা প্রপ্তির ক্ষেত্রে পুরুষের বয়স ৬৫ বছর ও মহিলার বয়স ৬২ বছর হতে হবে। প্রতি বছর বা দু’বছর অন্তর যে কার্ডগুলো আমরা পাই তা ইউপি সদস্যদের মাধ্যমে সর্বোচ্চ বয়স্ক ব্যক্তি, শারীরিকভাবে অক্ষম ও কর্মহীন ব্যক্তিদের মাঝে বন্টন করে থাকি। প্রবীণ মুরব্বী ডাক্তার মতিউর রহমান এখনো পর্যন্ত বয়স্ক ভাতা কার্ড না পাওয়ার বিষয়টি খুবই দুখজনক জানিয়ে তাঁকে সরকারের দেয়া যে কোন ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।