২২ মার্চ, ২০২৩ | ৮ চৈত্র, ১৪২৯ | ২৯ শাবান, ১৪৪৪


শিরোনাম
  ●  যাত্রীবেশে ইয়াবা পাচারকালে রামু ক্রসিং হাইওয়ে থানায় আটক ১   ●  উখিয়ায় অভিযোগকারীদের উল্টো চিঠি ইস্যু করে অভিযুক্ত শিক্ষা অফিসার!   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৭ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  বৈরী আবহাওয়া : সেন্টমার্টিনগামি জাহাজ চলাচল বন্ধ   ●  চকরিয়ার দুটি বিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিলেন এমপি জাফর আলম   ●  রামুতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর সমাবেশে বক্তারা বঙ্গবন্ধু ছিলেন বাঙালির আস্থা ও বিশ্বাসের ঠিকানা   ●  চকরিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত   ●  জন্মদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ এমপি জাফরের   ●  কক্সবাজার জেলা কারাগারে দিনব্যাপী বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন   ●  এমপি জাফরের কাছ থেকে শেখ রাসেল স্কুলের শিক্ষার্থীরা পেল স্মার্ট ব্যাগ ও শিক্ষা উপকরণ

হ্নীলা হাইস্কুল এডহক কমিটির সভা অনুষ্ঠিত

টেকনাফের হ্নীলা উচ্চ বিদ্যালয়ে নব গঠিত এডহক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯এপ্রিল সকাল ১০টায় হ্নীলা হাইস্কুল শিক্ষক মিলনায়তনে এডহক কমিটির প্রথম সভা মাহবুব মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সদস্য সচিব (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুস সালাম পরিচালনায় এতে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি শ্বেতলাল চন্দ্রদাশ ও অভিভাবক সদস্য বেলাল উদ্দিনসহ স্কুলের শিক্ষক/ শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সভায় নতুন কমিটির সভাপতি স্কুলের ব্যাংক হিসাব ও নগদান হিসাবসহ যাবতীয় কার্যক্রমের খোঁজ-খবর নেন এবং নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে অভিভাবক তালিকা নবায়নের সিদ্বান্ত গৃহীত হয়। এরপর দুপুর সাড়ে ১২টায় সাধারণ শিক্ষকদের সাথে নতুন কমিটির পরিচিত সভা ও মতবিনিময় করেন। এসময় শিক্ষকদের নানা সমস্যার তুলে ধরেন এবং কমিটি তা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। এদিকে দীর্ঘ ৭বছর পর শিক্ষক/শিক্ষিকার সাথে আলোচনা স্বাপেক্ষে স্কুলের যাবতীয় কার্যক্রম পরিচালনা এবং স্বচ্ছ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করায় শংকিত থাকা অভিভাবক ও সচেতনমহল স্বস্থির নিঃশ্বাস ফেলেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।