২৭ জুলাই, ২০২৪ | ১২ শ্রাবণ, ১৪৩১ | ২০ মহর্‌রম, ১৪৪৬


শিরোনাম
  ●  কলেজছাত্র মুরাদ হত্যা মামলার আসামি রহিম কারাগারে   ●  আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রতিবাদে কক্সবাজার ছাত্রলীগের সমাবেশ   ●  স্বেচ্ছাসেবী কাজে বিশেষ অবদানের জন্য হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান    ●  চতুর্থবারের মতো শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হলেন রোবায়েত   ●  সেন্টমার্টিনে ২ বিজিপি সদস্যসহ ৩৩ রোহিঙ্গা বোঝাই ট্রলার   ●  উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ গ্রেপ্তার ২   ●  উখিয়ায় ৩ হাজার পরিবার পানিবন্দি; কাঁচা ঘরবাড়ি, গ্রামীণ সড়ক লন্ডভন্ড   ●  উখিয়ায় কৃষি বিভাগের প্রণোদনা পেলেন ১৮০০ কৃষক /কৃষাণী   ●  আরসার জোন ও কিলিংগ্রুপ কমান্ডার আটক ৩   ●  পটিয়া প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত

হ্নীলায় আদম ব্যাপারীর প্রতারনা : ভুক্ত-ভোগীদের মাথায় হাত

images
হজ্ব ও ওমরা ভিসায় সৌদী আরবে পাঠার নাম করে বিভিন্ন লোক থেকে বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে হ্নীলার এক প্রতারক। এতে ভুক্ত ভোগীরা মাথায় হাত দিয়েছে।
জানা যায় , টেকনাফ উপজেলাধীন হ্নীলা পানখালীর জনৈক আবছার নিজেকে আদম ব্যাবসায়ী হিসেবে পরিচয় দিয়ে সৌদী আরব পাঠানোর নাম করে বিভিন্নজন থেকে মোটা অংকের টাকা ও পাসপোর্ট গ্রহন করে।এরপর বিভিন্ন তালবাহানায় সময় ক্ষেপন করে এক পর্যায়ে আত্মগোপন করে। উখিয়া উপজেলার নিদানিয়া এলাকার মোহাম্মদ নাভিল জানান, ওমরা ভিসায় সৌদী আরব পাঠানোর নাম করে উক্ত আবছার পাসপোর্ট ও টাকা নেয়। কিন্তু ৪/৫ মাস গত হলেও এখনো সৌদী আরব পাঠানো অথবা টাকা ও পাসপোর্ট ফেরত দেয়নি সে । সোনার পাড়ার মাহবুব ও জুহেব জানান, উক্ত আবছার আরও অনেকের সাথে এরকম প্রতারনা করেছে। ভুক্তভোগী রফিক বলেন , বিভিন্ন জনের থেকে টাকা হাতিয়ে নিয়ে আবছার এখন স্বপরিবারে ঢাকায় আত্মগোপন করেছে। উপরোক্ত ব্যাপারে অভিযুক্ত আবছার নিজেকে ট্রাভেল এজেন্টার মালিক দাবী করে বলেন, সব পাসপোর্ট ভিসা প্রসেসিং এ আছে ও পর্যায়ক্রমে সবাইকে ফ্লাইট দেয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।