৪ জুন, ২০২৩ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৪ জিলকদ, ১৪৪৪


শিরোনাম
  ●  বিশ্ব পরিবেশ দিবস সোমবার; জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের নানা কর্মসূচী   ●  জাতীয় শ্রমিক লীগ চকরিয়ার ফাসিয়াখালী ইউনিয়ন শাখার কর্মী সভায় এমপি জাফর আলম   ●  বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এমপি জাফর আলম   ●  স্কাউটসসের নিয়ন্ত্রণ জামায়াত-শিবিরের হাতে যাচ্ছে কিনা কঠোর নজরদারি করতে হবে- এমপি জাফর   ●  সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আলেম-ওলেমাদের এগিয়ে আসতে হবে-এমপি জাফর   ●  ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠনে বর্তমান উদ্যোগ ভূমিকা রাখবে   ●  আওয়ামীলীগের বিদ্রোহী মেয়র প্রার্থীর সমর্থককে জরিমানা ও মুচলেকা আদায়   ●  পুকুরে ডুবে প্রাণ গেল শিশু তৌকির   ●  রোহিঙ্গা ক্যাম্পে যুবককে কুপিয়ে হত্যা   ●  শাহপুরী হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার

হোয়াইক্যং আলহাজ্ব¡ আলী আছিয়া কেন্দ্রে ৭৪৪ জন জেএসসি পরীক্ষার্থী অংশ গ্রহন অনুপস্থিত ১৬ জন

received_1818557835069116
সারা দেশের ন্যায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ে বাংলা প্রথম পত্র পরীক্ষা উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশ জে,এস,সি পরীক্ষা শুরু হয় । ২০১৬ সালের জে,এস,সি পরীক্ষায় টেকনাফ-৩ নং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা- ৭৪৪ জন। তম্মধ্যে আজকের বাংলা ১ম পত্র পরীক্ষার পরীক্ষার্থী ছিল ৭৩৭ জন উপস্থিত-৭২১ , অনুপস্থিত-১৬ জন।

অংশগ্রহনকারী প্রতিষ্টান গুলো হচ্ছে হ্নীলা উচ্চ বিদ্যালয় ছাত্র-১১৫, ছাত্রী-৮০ জন,নয়াবাজার উচ্চ বিদ্যালয় ছাত্র-৯০,ছাত্রী-৪৭ জন, শামলাপুর উচ্চ বিদ্যালয় ছাত্র-৭২,ছাত্রী-৬৮ জন, হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়- ছাত্র-০ ছাত্রী-৭৭ জন,কান্জর পাড়া উচ্চ বিদ্যালয়-ছাত্র–২৮, ছাত্রী-৫৮ জন, লেদা নিম্ম মাধ্যমিক- ছাত্র-৪৪, ছাত্রী-৩৯ জন, নাইক্ষংখালী নিম্ম মাধ্যমিক- ছাত্র-১৫,ছাত্রী ১১ জন ।

পরীক্ষা হল পরিদর্শন করেন কেন্দ্র সচিব আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরী মুসা ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা সমাজ সেবা অফিসার শামসুল আলম কুতুবি, মাষ্টার আবুল মনজুর,মাষ্টার রুপন কান্তি বড়ুয়া,হল সুপার রফিকুল ইসলাম ও গণমাধ্যম কর্মীরা। পরীক্ষা সুষ্ট ও সু-শৃংখল ভাবে পরিচালনার জন্য অধ্যক্ষ মোস্তফা কামাল চৌধুরী মুসা সকলের সহযোগিতা কামনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।