২৫ সেপ্টেম্বর, ২০২৩ | ১০ আশ্বিন, ১৪৩০ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  চকরিয়ায় হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক, মাইক্রোবাস জব্দ   ●  ‘প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য সেবার অবলম্বন পল্লী চিকিৎসক’-জেলা পরিষদ চেয়ারম্যান   ●  ‘প্রয়োজনে কালো গাউন ছেড়ে রোড লেভেলে যেতে হবে’   ●  তলাবিহীন ঝুড়ি থেকে স্মার্ট বাংলাদেশ করেছেন শেখ হাসিনা: কউক চেয়ারম্যান   ●  এরশাদ সরকার আমল ছিল দেশের স্বর্ণযুগ-সাবেক সাংসদ ইলিয়াছ   ●  পরিবেশ রক্ষায় শেখ হাসিনার উদ্যোগ বিশ্বে প্রশংসনীয় : মোঃ নজিবুল ইসলাম   ●  রোহিঙ্গা প্রত্যাবাসনে পাইলট-প্রকল্প মিয়ানমার-চীনের শুভঙ্করীর ফাঁকি!   ●  কক্সবাজারে ‘জয় কারাতে একাডেমী’ ‘অদ্রিতা পালদের বেড়েছে আত্মবিশ্বাস ও শক্তি’   ●  রামুতে বনবিভাগের অভিযানে পানির পাম্প জব্দ   ●  সীমান্তে গরু চোরাকারবারীদের তালিকা করে আইনের আওতায় আনা হবে-ডিসি মুহম্মদ শাহীন ইমরান

হাম রুবেলা মোকাবেলায় সবমহলকে এগিয়ে আসতে হবে -ডাঃ নোবেল কুমার বড়ুয়া

প্রেস বিজ্ঞপ্তি: কক্সবাজারের রামু স্বাস্থ্য বিভাগ এর মাঠ কর্মীদের মাসিক কর্মমূল্যায়ন সভায় রামু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নোবেল কুমার বড়ুয়া বলেন, সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের মত জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২০ এর সফল বাস্তবায়নে সচেতন মহলকে এগিয়ে আসতে হবে। তিনি ভিটামিন এ প্লাস ক্যাম্পইন সফলতায় স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন শিশুরা হচ্ছে জাতির ভবিষ্যৎ কর্ণধার, সুস্থ সবল জাতি গঠনে শিশুদের সেবায় স্বাস্থ্যকর্মীরা নিবেদিত প্রাণকর্মী হিসেবে কাজ করছে। শিশুদেরকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচীর আওতায় টিকা দিয়ে সুরক্ষিত করা হলেও পাশর্^বর্তী দেশের মানুষের সংস্পর্শে অসুস্থ হতে পারে সেই উদ্দেশ্যেই হাম রুবেলা ক্যাম্পইন।

এ ক্যাম্পইনে (০৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী শিশু) ১ম পর্যায়ে (তারিখ ২৯ ফেব্রুয়ারী-৫ মার্চ /স্কুল, মাদ্রাসা, মক্তব-শিশুশ্রেণি থেকে ৪র্থ শ্রেণি বা সমপর্যায়ের /৯ মাস-৫ বছরের কম বয়সী) শিশুদেরকে টিকা দেয়া হবে।

২য় পর্যায়ে ০৭ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত সকল ইপিআই টিকাকেন্দ্রে ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী) সকল শিশুকে এই টিকা দেয়া হবে।

ইতিমধ্যেই এম.আর (হাম-রুবেলা) ক্যাম্পেইন-২০২০ সফলভাবে বাস্তবায়নের লক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এক সপ্তাহের মধ্যেই শিশুদের রেজিষ্ট্রেশন সম্পন্ন করা হবে।

১৯ জানুয়ারী রামু হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত সকাল ও বিকেলে দুটি পৃথক সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক বিপ্লব বড়ুয়া (ইনচার্জ), স্বাস্থ্যপরিদর্শক মোহাং আলম, স্যানিটরী ইন্সপেক্টর মাহতাব উদ্দীন, সঞ্চালক ছিলেন এমটিইপিআই আলী আকবর, পরিসংখ্যানবিদ শৈবাল সেন, সহঃ স্বাস্থ্য পরিদর্শক অরিন্দ্র বড়ুয়া, দুলাল বড়ুয়া, স্বপন ভট্টাচার্য, গোলাম আকবর, সিএইচসিপি জাফর আলম, সিএইচসিপি এস.এম রেজাউল করিম, পিংকী শর্মা, রুপা বড়ুয়া, সিএইচসিপি খোকন দাশ, সাকেত উল্লাহ, স্বাস্থ্য সহকারী এনামুল হক, মোহাং নজরুল ইসলাম, নুরুল আমিন, আহমদ উল্লাহ, আশুতোষ শীল, স্বপন পাল প্রমুখ।

সকালে অনুষ্ঠিত সভায় সকল স্বাস্থ্য পরিদর্শক, সহঃস্বাস্থ্যপরিদর্শক, সিএইচসিপিগণ উপস্থিত ছিলেন।

বিকেলে এ ব্যাপারে স্বাস্থ্য সহকারী ও এমসিএইচ ওয়ার্কারদের নিয়ে পৃথকভাবে সভা অনুষ্ঠিত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।