৬ জুলাই, ২০২৫ | ২২ আষাঢ়, ১৪৩২ | ১০ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের   ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা   ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা

হাফেজখানা ও এতিমখানার ৮৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের হাজিপাড়া এলাকায় একটি হাফেজখানা ও এতিমখানার নিজস্ব অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ওই এলাকার দানশীল ব্যক্তি মরহুম হাজি এজাহার মিয়া নিজস্ব জমি দান করে এই হাফেজখানা ও এতিমখানাটি প্রতিষ্ঠা হয়েছিল। আর ওই প্রতিষ্ঠানটি পরিচালনার নামে তাঁর পুত্র রফিকুল আলম মিয়া এসব অর্থ আত্মসাত করেছে বলে প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের অভিযোগ।
হাজিপাড়া এলাকায় মোহাম্মদিয়া হাফেজখানা ও এতিমখানাটি প্রতিষ্ঠার সময় প্রতিষ্ঠানটিকে ২৪ কানি জমি দান করেন মরহুম হাজি এজাহার মিয়া। ওই জমির কিছু অংশ সম্প্রতি রেললাইনের জন্য অধিগ্রহণ হয়েছে। যার অনুকুলে ৮৮ লাখ টাকা উত্তোলন করেন রফিকুল আলম মিয়া। যে টাকা প্রতিষ্ঠানটির নামে ওয়ান ব্যাংকের একটি একাউন্ট থেকে উত্তোলন করেন রফিকুল। কিছু এই টাকার কোনভাবেই প্রতিষ্ঠানটির উন্নয়নের জন্য ব্যয় করা হয়নি। বর্তমানে প্রতিষ্ঠানটি অত্যন্ত জরাজীর্ণ পরিস্থিতির মধ্যে রয়েছে। অভিযোগ উঠেছে পুরো টাকাই আত্মসাত করেছেন রফিকুল। এব্যাপারে প্রতিষ্ঠান পরিচালনায় জড়িতরা একাধিকবার বৈঠক করলেও তিনি বৈঠকে উপস্থিত হন না।
প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের অভিযোগ প্রতিষ্ঠানের জমির বার্ষিক লাগিয়েত বাবদ অর্থ, বাগান থেকে সুপারী সহ অন্য বিক্রির টাকাও তিনি আত্মসাত করে আসছেন। ফলে প্রতিষ্ঠানের শিক্ষাক ও শিক্ষার্থীরা মানবেতর জীবন যাপন করছেন।
এবিষয়ে অভিযুক্ত রফিকুল আলম মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যে সব অভিযোগ বলা হচ্ছে তা সত্য নয়। হাফেজখানা ও এতিমখানা নিয়ম মতে পরিচালিত হচ্ছে। একটি মহল মিথ্যা অভিযোগ গুলো বলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।