৫ অক্টোবর, ২০২৪ | ২০ আশ্বিন, ১৪৩১ | ১ রবিউস সানি, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজারে কিশলয়ে শিক্ষক গ্রুপিংয়ে শ্রেণী কার্যক্রমে স্থবির    ●  সাবেক সাংসদ জাফর ও সালাহ উদ্দিনসহ ৩৫জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪   ●  ইয়াবা সম্রাট বদির আরেক সহযোগী সি-লাইন বাদশা গ্রেপ্তার   ●  রামুতে বিএনপির নির্বাচনী অফিস ভাঙচুর মামলায় সৈনিকলীগ নেতা গ্রেফতার   ●  আগামি দিনের রাজনীতি হবে খালেকুজ্জামানের দেখানো পথে   ●  কক্সবাজারে বৃক্ষমেলায় ৩৫ লক্ষ টাকার চারা বিক্রি     ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র এডমিশন ফেয়ার উদ্বোধন   ●  কক্সবাজারে বিডিআর কল্যাণ পরিষদের স্মারক লিপি   ●  উখিয়ায় টমটম মালিক সমিতির নতুন কমিটি: সভাপতি আনোয়ার সিকদার, সাধারণ সম্পাদক টিপু   ●  আন্তর্জাতিকভাবে পুরস্কার পেল সায়মন বিচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ

স্বাক্ষর জালিয়াতি করে শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা শীর্ষক সংবাদের প্রতিবাদ

দৈনিক খোলা কাগজ ও বিভিন্ন অনলাইন পোষ্টাল এ স্বাক্ষর জালিয়াতি করে শিক্ষার্থীর বিরুদ্ধে গর্ভ পাতের মামলাসহ বিভিন্ন শিরোনামে প্রকাশিত সংবাদ আমি নিম্ম স্বাক্ষরকারীর দৃষ্টি গোচর হয়েছে। উক্ত সংবাদটি সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে করানো হয়েছে। মুলত ঘটনা হল উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউপির পাগলির বিল গ্রামের মরহুম পেঠান আলী মেম্বার এর পুত্র বদিউল আলমের স্ত্রীর উপর হামলা করে পার্শ্ববর্তী মৃত সিরাজুল হকের পুত্র সন্রাসী আতিকুর রহমান কফিলও ইয়াবা গডফাদার মাহমুদুল হকের পুত্র আনোয়ার হোসেন দ্বয় ২ ডিসেম্বর ২০২২ সন্ধ্যায় অতর্কিত তল পেটে লাথি মারিলে মুবিনা বেগমের প্রায় ৪০ দিনের গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। তখন উক্ত মুবিনা বেগমকে পরিবারের লোকজন উদ্ধার করে অজ্ঞান অবস্থায় ককসবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করতে বললে তাকে স্থানীয় জেনারেল হাসপাতালে নিয়ে আলট্রাসনোগ্রাফী করা হলে সেখানে দায়িত্বরত গাইনি চিকিৎসক ডা: তাজিনা শরমিন দেখে চিকিৎসা ব্যবস্থা পত্র দেন।উক্ত ঘটনায় আদালতে সিআর ৬৪৫/২২ মামলা করেন ভিকটিম মুবিনা বেগম বাদী হয়ে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে উখিয়া থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিলে উখিয়া থানা পুলিশের সাব ইন্সপেক্টর বরকত হোসেন তদন্ত শেষে এবং ভিকটি মেয়ের রিপোর্ট পর্যালোচনা ও এম সির ভিত্তিতে এবং ঘটনার বিষয়ে গোপনে ও প্রকাশ্য অধিকতর তদন্ত শেষে উক্ত ঘটনা সত্য মর্মে তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিজ্ঞ আদালত উক্ত মামলার আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করিলে উক্ত সন্ত্রাসীরা মামলা বিভিন্ন হুমকি ধমকি দিচ্ছে এবং মামলা তুলে না নিলে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে এছাড়া সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করাচ্ছে। তাই উক্ত মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্রমূলক সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং উক্ত সংবাদে প্রশাসনসহ কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।

প্রতিবাদকারী: মুবিনা বেগম
স্বামী : বদিউল আলম
গ্রাম :পাগলীর বিল উখিয়া কক্সবাজার

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।