৪ জুন, ২০২৩ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৪ জিলকদ, ১৪৪৪


শিরোনাম
  ●  বিশ্ব পরিবেশ দিবস সোমবার; জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের নানা কর্মসূচী   ●  জাতীয় শ্রমিক লীগ চকরিয়ার ফাসিয়াখালী ইউনিয়ন শাখার কর্মী সভায় এমপি জাফর আলম   ●  বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এমপি জাফর আলম   ●  স্কাউটসসের নিয়ন্ত্রণ জামায়াত-শিবিরের হাতে যাচ্ছে কিনা কঠোর নজরদারি করতে হবে- এমপি জাফর   ●  সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আলেম-ওলেমাদের এগিয়ে আসতে হবে-এমপি জাফর   ●  ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠনে বর্তমান উদ্যোগ ভূমিকা রাখবে   ●  আওয়ামীলীগের বিদ্রোহী মেয়র প্রার্থীর সমর্থককে জরিমানা ও মুচলেকা আদায়   ●  পুকুরে ডুবে প্রাণ গেল শিশু তৌকির   ●  রোহিঙ্গা ক্যাম্পে যুবককে কুপিয়ে হত্যা   ●  শাহপুরী হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার

সোমবার ও শুক্রবার কক্সবাজারের পায়রা বাজার

paira-1
সপ্তাহের প্রতি সোমবার ও শুক্রবার কক্সবাজার শহরের থানা রাস্তার মাথায় (পৌরসভা সংলগ্ন ইভান প্লাজার সামনে) বসবে জেলার বৃহৎ পায়রা বাজার।

প্রতিদিন বিকাল তিনটা থেকে এ বাজারে দেশী বিদেশী নানা জাত ও ধরণের পায়রা মিলবে।

২০১১ সালের ৩ মার্চ এই স্থানে প্রথম উদ্বোধন হয় জেলার প্রথম ও বৃহৎ পায়রা।

সোমবার (৩১ অক্টোবর) উদ্বোধন হলো দ্বিতীয় দিনের পায়রা বাজার।

কক্সবাজার পৌরসভা সংলগ্ন এই পায়রা বাজারের উদ্বোধন করেন কক্সবাজার পৌরসভার কাউন্সিলর ছালামত উল্লাহ বাবুল।

এসময় উপস্থিত ছিলেন কোরল রীফ প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি সরওয়ার রোমন, সাংবাদিক সৈয়দ মোহাম্মদ শাকিল, ব্যবসায়ী পূর্ণ বর্ধন বড়ুয়া, জাহেদুল ইসলাম, বেলাল উদ্দিন, জাফর আলম, মোঃ ছিদ্দিক প্রমুখ।
paira-2
বাজারে আনা পায়রার পরিচর্যা করছেন পরিচালক ইয়াছির আরাফাত রিগ্যান।
বাজারে আনা পায়রার পরিচর্যা করছেন পরিচালক ইয়াছির আরাফাত রিগ্যান।
পায়রা বাজারের পরিচালক ইয়াছির আরাফাত রিগ্যান জানান, ২০১১ সালের ৩রা মার্চ শহরের ইভান প্লাজার সম্মুখে এই পায়রা বাজার প্রতিষ্ঠা হয়। প্রতি শুক্রবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা অবধি বাজারে পায়রা পাওয়া যবে।

তিনি জানান, পায়রা বাজার উদ্বোধনের পর থেকে প্রচুর সাড়া মেলে। মানুষের চাহিদা বিবেচনা করে ‘পায়রা বাজার’ একদিন বাড়িয়ে প্রতি শুক্রবার ও সোমবার করা হয়েছে। বাজার পরিচালনায় তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।