১৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৩১ ভাদ্র, ১৪৩১ | ১১ রবিউল আউয়াল, ১৪৪৬


কক্সবাজারে আইডিইবি'র প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা

সোনার বাংলাদেশ বিনির্মাণে নিরলস কাজ করছেন ডিপ্লোমা প্রকৌশলীরা

নিজস্ব প্রতিবেদক:

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আইডিইবি কক্সবাজার জেলা শাখা উদ্যোগে গত ৮ নভেম্বর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি কক্সবাজার পৌরসভার মেয়র মোঃ মাহবুবুর রহমান চৌধুরী বলেন দেশের সরকারি বেসরকারি খাতে উন্নয়ন উৎপাদনের চাকা সচল রাখতে নিরলস কাজ করছেন দেশের ডিপ্লোমা প্রকৌশলী সমাজ। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে তাদের অবদান অনস্বীকার্য।
সকালে সাংগঠনের কার্যালয় সম্মুখে
উদ্বোধন ও বর্ণাঢ্য রেলির মাধ্যমে সংগঠনের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস অনুষ্টান শুরু হয়। পরবর্তি রেলি শেষে হোটেল মিশুক কনফারেন্স হলে “উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি ” শীর্ষক
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইডিইবি কক্সবাজার জেলার সভাপতি (ভারপ্রাপ্ত) প্রকৌঃ জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কক্সবাজার বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের গণি ও সংগঠনের জেলা সাধারণ সম্পাদক রোটারিয়ান প্রকৌশলী হেলাল মোরশেদ সোহাগ। অনুষ্টানের সঞ্চালনায় ছিলেন জেলা অর্থ সম্পাদক প্রকৌশলী জাকিয়া সুলতানা। অনুষ্টানের শুরুতে হেলাল মোরশেদ সোহাগ শুভেচ্ছা ব্যক্তব্য প্রদান করেন।

অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র মোঃ মাহবুবুর রহমান চৌধুরী বলেন সরকারের চলমান উন্নয়ন কর্মকান্ডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বড় বড় মেগা প্রকল্প গুলো এখন দেশব্যাপি উদ্ভোধন করছে যার সুফল সাধারণ জনগন পাচ্ছে এবং টেকসই উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীগণ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে দক্ষতা ও উদ্ভাবনী মেধার মাধ্যমে। অনুষ্টানে আরো ব্যক্তব্য রাখেন বিশেষ অতিথি প্রকৌশলী আব্দুল কাদের গণি,আইডিইবি জেলা উপদেষ্টা প্রকৌশলী সরওয়ার আলম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মাহবুব আলম, শিক্ষা প্রকৌশল বিভাগের প্রকৌশলী অমিত নাহা, বাংলাদেশ রেলওয়ে বিভাগের প্রকৌশলী নুরুল ইসলাম, প্রকৌশলী আসিফ করিম দিহান, তরুণ উদ্যাক্তা ইসহাক মিয়া, প্রকৌশলী নূর মোহাম্মদ, প্রকৌশলী আব্দুল হাকিম, মহেশখালী উপজেলা সাধারণ সম্পাদক প্রকৌশলী কাওচার আলম, প্রকৌশলী নজরুল ইসলাম, প্রকৌশলী শাহ আলম, প্রকৌশলী শরিফুল আলম, পলিটেকনিক ছাত্র প্রতিনিধি তৈয়ব আরমান। সভাপতি জালাল উদ্দিন এর ব্যক্তব্যের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।