২ জুলাই, ২০২৫ | ১৮ আষাঢ়, ১৪৩২ | ৬ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের   ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা   ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা

সেবা প্রত্যাশীদের সাথে ভাল ব্যবহার করতে হবে- হাইওয়ে পুলিশ প্রধান

নিজস্ব প্রতিবেদক:

হাইওয়ে পুলিশ প্রধান মো. শাহাবুদ্দিন খান বলেছেন, সেবা প্রত্যাশীদের সাথে ভাল ব্যবহার করতে হবে। মহাসড়ক নিরাপদ ও যান চলাচল নির্বিঘ্ন রাখার পাশাপাশি অপরাধ দমনে সবাইকে পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে। বৃহস্পতিবার হাইওয়ে পুলিশ হেডকোর্য়ার্টাসের সম্মেলন কক্ষে দিনব্যাপী হাইওয়ে পুলিশ এর মাসিক অপরাধ (সেপ্টেম্বর/২০২৩) পর্যালোচনা সভায় তিনি এই কথা বলেন।

তিনি মহাসড়কে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও হাইওয়ে পুলিশের সকল সদস্যবৃন্দকে সর্বোচ্চ স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন এবং জনমুখী পুলিশিং ব্যবস্থা নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহবান জানান। পরিশেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভা সমাপ্তি করেন।
হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজি মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে সভায় হাইওয়ে পুলিশের সকল ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ হাইওয়ে পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতেই ডিআইজি (উত্তর) ও অতিরিক্ত দায়িত্বে (অপারেশন অ্যান্ড ট্রাফিক ম্যানেজমেন্ট) মাহ্ফুজুর রহমান, পিপিএম-বার এর সঞ্চালনায় সেপ্টেম্বর ২০২৩ ও আগস্ট ২০২৩ এবং পূর্ববর্তী বছরের সেপ্টেম্বর ২০২২ হাইওয়ে পুলিশের খাতওয়ারী ট্র‍্যাফিক সংক্রান্ত অপরাধের তুলনামূলক চিত্র উপস্থাপন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।