২৮ সেপ্টেম্বর, ২০২৩ | ১৩ আশ্বিন, ১৪৩০ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  রামুতে দখলবাজদের হামলার ঘটনায় মামলা, শঙ্কামুক্ত নয় জহিরুল   ●  সাবেক এমপি এড. খালেকুজ্জামানের ২৩ তম শাহাদত বার্ষিকী আজ   ●  ছাত্রলীগে অনুপ্রবেশকারী আবু সুফিয়ানের হামলায় উখিয়ায় সংবাদকর্মী আহত   ●  প্রিয়তোষ পাল পিন্টু দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন   ●  এমপি কমলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আবেদন   ●  চকরিয়ায় হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক, মাইক্রোবাস জব্দ   ●  ‘প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য সেবার অবলম্বন পল্লী চিকিৎসক’-জেলা পরিষদ চেয়ারম্যান   ●  ‘প্রয়োজনে কালো গাউন ছেড়ে রোড লেভেলে যেতে হবে’   ●  তলাবিহীন ঝুড়ি থেকে স্মার্ট বাংলাদেশ করেছেন শেখ হাসিনা: কউক চেয়ারম্যান   ●  এরশাদ সরকার আমল ছিল দেশের স্বর্ণযুগ-সাবেক সাংসদ ইলিয়াছ

সেন্টমার্টিন-কক্সবাজার পর্যটকবাহী সরাসরি জাহাজ চালু

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :
কক্সবাজার-সেন্টমার্টিন নৌ-পথে সরাসরি পর্যটকবাহী জাহাজ উদ্বোধনের পর শুক্রবার ৩১ জানুয়ারী যাত্রা শুরু করেছে বেসরকারি মালিকাধীন ‘কর্ণফুলী এক্সপ্রেস’। আগের দিন বৃহস্পতিবার ৩০ জানুয়ারি বিকালে কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়ায় বাঁকখালী নদীর ‘বিআইডব্লিউটিএ’ ঘাট থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে জাহাজটি চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী। মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আদিবুল ইসলাম ও কর্ণফুলী শিপ বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক এমএ রশিদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
ফিতা কেটে উদ্বোধনের পর জাহাজটি নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ অন্য অতিথিদের নিয়ে কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে সংক্ষিপ্ত সফরে রওনা হয়। বাঁকখালী নদীর মোহনা পার হয়ে সমুদ্রের নাজিরারটেক পয়েন্টে পৌঁছলে চরে সজোরে ধাক্কা খেয়ে আটকা পড়ে জাহাজটি। পরে জাহাজটি গতিপথ পরিবর্তন করে সমুদ্রে কিছু দূর যাওয়ার পর পুনরায় বাঁকখালী নদীর বিআইডবিøউ¬টিএ ঘাটে ফিরে আসে।
পর্যটকবাহী জাহাজ কর্ণফুলী এক্সপ্রেসের পরিচালক এম. হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, ‘নাবিক গতিপথ ভুল করায় সমুদ্রে পানির নিচে জেগে উঠা চরে আটকা পড়েছিল। এতে সজোরে ধাক্কা খাওয়ায় জাহাজে থাকা যাত্রীরা ভয় পেয়েছিল। তবে বিষয়টি দুর্ঘটনা নয়। জাহাজটি উদ্বোধনের আগে কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে চলাচলের উপযোগিতা নিয়ে পরীক্ষামূলক যাচাই করা হয়েছিল। এতে সফলতাও পাওয়া গেছে। কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়ায় বাঁকখালী নদীর বিআইডবিø¬উটিএ জেটি ঘাট থেকে পর্যটকবাহী জাহাজ ‘কর্ণফুলী এক্সপ্রেস’ নিয়মিত প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের উদ্দ্যেশে রওনা দেবে। প্রতিদিন সকাল ৭টায় জাহাজটি সেন্টমার্টিনের উদ্দ্যেশে ছাড়বে এবং সেখান থেকে ফিরবে দুপুর সাড়ে ৩ টার পর। কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটের দীর্ঘ ৯৫ কিলোমিটার সমুদ্রপথে জাহাজটিতে যাত্রীদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থাসহ আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে। ‘কর্ণফুলী এক্সপ্রেস’ জাহাজটিতে যাত্রী ধারণ ক্ষমতা রয়েছে ৫৪৭ জন। চেয়ার ৫১০টি এবং ১৭টি কেবিন। এতে ইকোনমিক আসনের চেয়ার (২য় শ্রেণি) ভাড়া ২ হাজার টাকা এবং বিজনেস আসনের চেয়ার (১ম শ্রেণি) ২ হাজার ৫০০ টাকা। কেবিনের মধ্যে রয়েছে সিঙ্গেল, ডাবল, ইকোনমিক ও ভিভিআইপি শ্রেণির। এগুলোর মূল্য নির্ধারণ করা হয়েছে সিঙ্গেল (১ জনের) ৫ হাজার টাকা, ডাবল (২ জনের) ৮ হাজার টাকা, ইকোনমিক (২ জনের) ১০ হাজার টাকা এবং ভিভিআইপি (২ জনের) ১৫ হাজার টাকা। এছাড়া প্রতিটি কেবিনে অতিরিক্ত যাত্রীদের জন্য ইকোনমিক আসনের চেয়ারের (২য় শ্রেণির) ভাড়ার টিকেট সংগ্রহ করতে হবে’।
নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘কর্ণফুলী এক্সপ্রেস চলাচলের মধ্য দিয়ে কক্সবাজারে পর্যটনের নতুন দ্বার উন্মুক্ত হলো। এর আগে পর্যটকদের সেন্টমার্টিন ভ্রমণে নানা ধরনের দুর্ভোগ পোহাতে হতো। দীর্ঘ সড়কপথ পাড়ি দিয়ে টেকনাফ পৌঁছে জাহাজযোগে পর্যটকদের সেন্টমার্টিন যেতে হতো। এখন পর্যটকদের কক্সবাজার থেকে সরাসরি সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ সৃষ্টি হয়েছে’।
সেন্টমার্টিনদ্বীপ ইউপি চেয়ারম্যান আলহাজ¦ নুর আহমদ বলেন, ‘এ জাহাজ চালু হওয়ায় পর্যটকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সময়ের সাশ্রয় এবং স্বল্প সময়ে শহরে পৌঁছার সুযোগ পাবেন’।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।