১৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৩১ ভাদ্র, ১৪৩১ | ১১ রবিউল আউয়াল, ১৪৪৬


সীমান্তে ২৪ বোতল বিদেশী মদ উদ্ধার

41
কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী বালুখালীর বিজিবির সদস্যরা কাটাপাহাড় এলাকায় পরিত্যক্ত অবস্থায় ২৪ বোতল বিদেশী মদ উদ্ধার করেন। উদ্ধারকৃত মদের অনুমানিক মূল্য ৪০ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছেন।  বালুখালী বিওপি সুবেদার খন্দকার জহিরুল ইসলাম বলেন, শুক্রবার ভোর রাতে পালংখালী ইউনিয়নের কাটাপাহাড় নামক এলাকায় টহলদানকালে পরিত্যক্ত অবস্থায় ২৪ বোতল বিদেশী মদ উদ্ধার করেন। এসময় কাউকে আটক করতে পারেনি। অপর দিকে মরিচ্যা বিজিবি সদস্যরা যাত্রীবাহি গাড়িতে তল্লাশী চালিয়ে প্রায় ২০ হাজার টাকার ইলেক্ট্রানিক্স পন্য জব্দ করেন বলে সুবেদার আবুল মুছা জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।