৭ সেপ্টেম্বর, ২০২৪ | ২৩ ভাদ্র, ১৪৩১ | ৩ রবিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  নাফনদে দুই সহোদর শিশুর মৃত্যু    ●  ধান চাষ করে নৌকায় চড়া উখিয়ার সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা   ●  পরিবহন সমিতির নামে বদি শ্যালকের কোটি টাকা লুটপাট   ●  ‘আমি কোন গাড়িতে উঠেছিলাম সেটা আমি নিজেও জানতাম না’ -সালাহউদ্দিন আহমদ   ●  চকরিয়ায় পাহাড়ি ঢলে ভেসে শিশুর মৃত্যু   ●  ‘গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা’   ●  “পালংখালী ইউনিয়ন  জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত    ●  পেকুয়ায় সড়কে  শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান   ●  সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর মানববন্ধন ও স্মারক লিপি    ●  উখিয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর ওপর হামলার ঘটনায় মামলা

সালাহ উদ্দিন আহমেদ নিখোঁজ এর দায় সরকার এড়াতে পারে না

District Jobodol Picture.
বিএনপি’র যুগ্ম মহাসচিব ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ২০ দলের মুখপাত্র আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ কে দেশবাসীর কাছে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে ও হরতালের সমর্থনে কক্সবাজারে জেলা যুবদলের উদ্যোগে গতকাল সোমবার জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গনে বিকেল ৩ টায় জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহাজাহান চৌধুরী বলেন-সালাহ উদ্দিন আহমেদের নিখোঁজ হওয়ায় উদ্বেগ জানিয়ে বলেন বর্তমানে দেশের আইনি শাসন ও মানবাধিকার ভুলন্ঠিত এবং গণতন্ত্রকে অবরোদ্ধ রেখে একদলীয় শাসন পাকাপোক্ত করতে বিরোধী দলের নেতাকর্মীদের গুম, খুন, হত্যা অব্যাহত রেখেছে। এ থেকে মুক্তি পেতে গনতন্ত্রমনা সকল দেশপ্রেমিক শক্তিকে রাজপথে নেমে আসার আহবান জানান । বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক সাংসদ আলহাজ্ব লুৎফুর রহমান কাজল বলেন এদেশে কিছু দিন পর পর জলজান্ত মানুষ গুম হয়ে যাচ্ছে। সর্বশেষ গুম হয়েছে আধুনিক কক্সবাজারের রূপকার বিএনপি যুগ্ম মহাসচিব ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। ১৯ দিনেও সরকার ও আইন শৃংঙ্খলা বাহিনী তার সন্ধান দিতে ব্যর্থ হয়েছে। দেশের সর্বোচ্চ রুলের যে জবাব আইন শৃঙ্খলা বাহিনী প্রদান করেছে তার সত্যতা সম্পর্কে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। সালাহ উদ্দিন আহমদের গুমের দায় সরকার এড়াতে পারে না মন্তব্য করে তিনি বলেন জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। সরকার যদি এ দায়িত্ব পালনে ব্যর্থ হয় তা হলে সরকার ক্ষমতায় থাকার সকল নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে। তিনি অবিলম্বে সালাহ উদ্দিন আহমদকে অক্ষত ও সুস্থ অবস্থায় তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবী পুর্নব্যক্ত করেন। উক্ত বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কুতুবদিয়া উপজেলার চেয়ারম্যান এ.টিএম. নুরুল বশর চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী, জেলা মৎস্যজীবি দলের সভাপতি হামিদ উদ্দিন ইউসুফ গুন্নু, কেন্দ্রিয় যুবদলের সদস্য এম. মোক্তার আহমদ, চকরিয়া পৌর বিএনপি নেতা আবুল হাশেম, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এড. মোঃ ইউনুছ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমির আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ছানাউল্লাহ আবু, জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক রাসেল, সাধারণ সম্পাদক মনির উদ্দিন মনির, পৌর যুবদলের সভাপতি মসউদুর রহমান মাসুদ, সদর যুবদলের আহবায়ক ফরিদুল আলম ফরিদ, রামু উপজেলা যুবদলের সভাপতি জাবেদ ইকবাল, মহেশখালী উপজেলা যুবদলের সভাপতি মকসুদুল আলম নিরু, মহেশখালী পৌর যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, ঈদগাঁও সাংগঠনিক উপজেলার আহবায়ক মোঃ আজমগীর, সদর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আবদুল্লাহ, রামু উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, মহেশখালী পৌর যুবদলের সাধারণ সম্পাদক কায়সারুজ্জামান সিকদার, টেকনাফ উপজেলা যুবদলের সদস্য সচিব তৈয়ব উল্লাহ, যুগ্ম আহবায়ক মোঃ কাইয়ুম, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কাসেম, উখিয়া উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ সিকদার, পৌর শ্রমিক দলের সভাপতি এস্তাক আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুর রহিম, শহর ছাত্রদলের আহবায়ক মোঃ ইলিয়াছ এছাড়া শহর ও সদর উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে শেষে জেলা যুবদলের উদ্যোগে এক বিশাল গণমিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈদগাঁও ময়দানে গিয়ে শেষ হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।