৪ জুলাই, ২০২৫ | ২০ আষাঢ়, ১৪৩২ | ৮ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের   ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা   ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা

সালাহ উদ্দিন আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনাসহ তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী

Jubodol Picture.

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনাসহ তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং বিদেশী উন্নত চিকিৎসার্থে সরকারের সহযোগিতার দাবীতে কক্সবাজার জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জ্বল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান এর সঞ্চালনায় জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গনে বিকাল ৪টায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য এম. মোক্তার আহমদ বলেন-সালাহ উদ্দিন আহমদ সাবেক প্রতিমন্ত্রী, সাবেক এম.পি সাবেক ১ম শ্রেণীর সরকারি কর্মকর্তা ছিলেন। অবৈধ ভাবে ভারতে যাওয়ারমত লোক নন তিনি। উনার নিখোঁজের ঘটনা নিয়ে সরকার মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে। এ বিষয়ে এদেশের জনগণ সবকিছু জানে এবং বুঝে। তাই অবিলম্বে তাকে দেশে ফিরিয়ে আনুন, তার মিথ্যা মামলা প্রত্যাহার এবং বিদেশে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারের সহযোগিতা কামনা করেন। এতে আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আমির আলী, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সানা উল্লাহ আবু, জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক রাসেল, পৌর যুবদলের সভাপতি মসউদুর রহমান মাসুদ, শহর যুবদলের আহবায়ক ফরিদুল আলম, রামু উপজেলা যুবদলের সভাপতি জাবেদ ইকবাল, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আজিজুল হক সোহেল, সমাবেশে শেষে জেলা যুবদল সভাপতি সৈয়দ আহমদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক জিসান উদ্দিনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালুন দোকানে গিয়ে শেষ হয়। উক্ত সমাবেশ ও মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-টেকনাফ উপজেলা যুবদলের আহবায়ক এড. হাসান ছিদ্দিকী, ঈদগাও যুবদলের আহবায়ক মোঃ আজমগীর, সদর উপজেলা যুবদলের যুগ্ আহবায়ক মোঃ আবদুল্লাহ, রামু উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, টেকনাফ উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ তৈয়ব উল্লাহ, সাবেক জেলা যুবদল নেতা মোঃ রফিক, জাহেদুল রহমান জাহেদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম শাহিন, শহর শ্রমিকদলের সভাপতি এস্তাক আহমদ, শহর ছাত্রদলের আহবায়ক মোঃ ইলিয়াছ, যুগ্ম আহবায়ক শাহাদত হোসেন রিপন, শহর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসাইন প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।