২৭ জুলাই, ২০২৪ | ১২ শ্রাবণ, ১৪৩১ | ২০ মহর্‌রম, ১৪৪৬


শিরোনাম
  ●  কলেজছাত্র মুরাদ হত্যা মামলার আসামি রহিম কারাগারে   ●  আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রতিবাদে কক্সবাজার ছাত্রলীগের সমাবেশ   ●  স্বেচ্ছাসেবী কাজে বিশেষ অবদানের জন্য হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান    ●  চতুর্থবারের মতো শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হলেন রোবায়েত   ●  সেন্টমার্টিনে ২ বিজিপি সদস্যসহ ৩৩ রোহিঙ্গা বোঝাই ট্রলার   ●  উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ গ্রেপ্তার ২   ●  উখিয়ায় ৩ হাজার পরিবার পানিবন্দি; কাঁচা ঘরবাড়ি, গ্রামীণ সড়ক লন্ডভন্ড   ●  উখিয়ায় কৃষি বিভাগের প্রণোদনা পেলেন ১৮০০ কৃষক /কৃষাণী   ●  আরসার জোন ও কিলিংগ্রুপ কমান্ডার আটক ৩   ●  পটিয়া প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত

সালাহ উদ্দিনকে ফিরে পেতে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচী

IMG_3187_1

 বিএনপির যুগ্ম-মহাসচিব ও দলের মুখপাত্র সালাহ উদ্দিন আহমদকে সুস্থ এবং অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার দাবীতে কক্সবাজার জেলা ছাত্রদল আবারও মাসব্যাপী কর্মসূচী ঘোষণা করেছে। সোমবার দুপুরে কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে জেলা ছাত্রদল আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ছাত্রদল নেতৃবৃন্দ কর্মসূচী ঘোষণা করেন।

কর্মসূচীর মধ্যে রয়েছে, কক্সবাজার জেলা সদর ও বিভিন্ন উপজেলায় বিক্ষোভ সমাবেশ-মিছিল, মানববন্ধন, প্রচারপত্র বিতরণ, দোয়া মাহফিল ও গণ সংযোগ। আগামী ১৫ মে থেকে ১৬ জুন পর্যন্ত সময়ে কক্সবাজার জেলা সদর এবং জেলার আটটি উপজেলা সদর, ঈদগাও ও মাতামুহুরী সাংগঠনি উপজেলা, পৌরসভা, বিভিন্ন কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচী পালন করার কথা বলা হয় প্রেস ব্রিফিংয়ে।

প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা ছাত্রদল সভাপতি রাশেদুল হক রাসেল। বক্তব্য দেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনির উদ্দিন মনির, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সরওয়ার রোমন, সাংগঠনিক সম্পাদক শাহীনুল ইসলাম শাহীন, যুগ্ম সম্পাদক আলা উদ্দিন রবিন, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম রিটনসহ দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ উল্লেখ করেন, গত ১০ মার্চ বিএনপির কর্মসূচী চলাচালে ঢাকার উত্তরা আবাসিক এলাকার একটি বাসা থেকে বিএনপি যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র সালাহ উদ্দিন আহমদকে আইনশৃংখলা বাহিনীর একদল সদস্য তুলে নিয়ে যায়। গত দুই মাসেও সুস্থ এবং অক্ষত অবস্থায় ফেরত দেয়নি আইনশৃংখলা বাহিনী।

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, সালাহ উদ্দিন আহমদ কক্সবাজারের উন্নয়নের রূপকার। তিনি এমন একজন নেতা যিনি সারাদেশের জন্য উন্নয়নের মডেল। আপন দক্ষতা, রাজনৈতিক প্রজ্ঞা এবং সরকারের উচ্চ পর্যায়ে দক্ষ প্রশাসনিক পরিচালনার মাধ্যমে তিনি নিজেকে স্বাধীনতোত্তর কক্সবাজারে সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন।

প্রেস ব্রিফিংয়ে কক্সবাজারে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগেও সালাহ উদ্দিন আহমদকে ফিরে পেতে মাসব্যাপী কর্মসূচী পালন করেছিল জেলা ছাত্রদল।

প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে মোহাম্মদ মুরাদ, সাইদু সিকদার, শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন রিপন, ফাহিমুর রহমান ফাহিম, কানন বড়–য়া, আশরাফ ইমরান, কাইছার ফারুক, আল আমিন। সরকারী কলেজের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সিনিয়র সহ-সভাপতি জাইন উদ্দিন জনি, যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন, আবদুর রহমান সোহেল, আবু হেনা, সিটি কলেজ যুগ্ম আহবায়ক শামসুল আলম, আবদুল্লাহ আল মামুন, জিয়াউল হক, মোজাম্মেল হক, একরামুল হক, কুতুব উদ্দিন, ইমজামামুল হক, সিফাত, ওসমান গণি, মোহাম্মদ ইসমাইল, নুরুল আবচার, সাদ্দাম হোসেন, মিজানুর রহমানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।