২৩ মার্চ, ২০২৫ | ৯ চৈত্র, ১৪৩১ | ২২ রমজান, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!   ●  কক্সবাজার জেলা প্রশাসনে ‘হাসিনার ভূত’ .নৈশভোটের মাস্টারমাইন্ড ইয়ামিন বহাল তবিয়তে

সালাহ উদ্দিনকে খুঁজে বের করতে সব ধরনের তৎপরতা চালাচ্ছে পুলিশ : আইজিপি

সালাহ উদ্দিনকে খুঁজে বের করতে সব ধরনের তৎপরতা চালাচ্ছে পুলিশ : আইজিপি
বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে পুলিশ গ্রেফতার বা আটক করেনি। তাকে খুঁজে বের করার সব ধরনের পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

শুক্রবার দুপুরে কমিউনিটি পুলিশিং জেলা সমাবেশ শেষে পুলিশের আইজি এ কে এম শহিদুল হক সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, জনগন বোমা মেরে, মানুষ হত্যা, গাড়ি ভাংচুর হরতাল অবরোধ পছন্দ করে না। এজন্য আজ দেশের কোথাও হরতাল অবরোধ নেই। যারা নাশকতার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। নাশকতাকারীদের জনগণ প্রত্যাখান করেছে। ফলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে।

আওয়ামীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামী গ্রেফতার বিষয়ে তিনি বলেন, আইনের চোখে সবাই সমান। কাউকে ছাড় দেয়া হবে না। আসামীদের গ্রেফতারের সবাত্ত্বক প্রচেষ্টা চালানো হচ্ছে।

টাঙ্গাইল জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা ও পুলিশ সুপার সালেহ্ মোহাম্মদ তানভীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশের আইজি একে এম শহিদুল হক।

বিশেষ অতিথি হিসেবে ঢাকা রেঞ্জ এর ডিআইজি এস, এম মাহফিজুল হক নূরুজ্জামান, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেন বক্তব্য রাখেন।

এছাড়া সমাবেশে জেলা কমিউনিটি পুলিশিং এর সমন্বয় কমিটির আহ্বায়ক মোঃ আনিছুর রহমান আনিস স্বাগত বক্তব্য রাখেন।

সমাবেশে জেলার ১২টি উপজেলা থেকে কয়েক হাজার পুলিশিং কমিটির সদস্যরা অংশ গ্রহন করেন।

– See more at: http://www.sheershanewsbd.com/2015/03/27/74168#sthash.IDYe3mL5.dpuf

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।