৯ ডিসেম্বর, ২০২৪ | ২৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ৬ জমাদিউস সানি, ১৪৪৬


শিরোনাম
  ●  অপহরণের ৯ ঘন্টা পর অজ্ঞান অবস্থায় উদ্ধার স্কুলছাত্র   ●  শাহপরীর দ্বীপে ‘পর্যটন স্পট’ গড়তে চায় সরকার, পরিদর্শনে পর্যটন উপদেষ্টা   ●  ইসিএ এলাকায় নির্মিত স্থাপনা সরাতে উখিয়া উপজেলা প্রশাসনের মাইকিং   ●  চকরিয়ায় বনের জমিতে বিএনপি নেতাদের পশুর হাট   ●  গলায় ওড়না পেঁচিয়ে উখিয়া ডিগ্রি কলেজের ছাত্রী’র আত্নহত্যা   ●  যারা ক্লাসে ৭০% উপস্থিত থাকবে না তাদের পরিক্ষায় অংশগ্রহন করতে দেওয়া হবে না- শাহাজাহান চৌধুরী   ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।

সালাহউদ্দিনকে রাতের আধাঁরে বাসা থেকে তুলে নিয়ে মানবতাবিরোধী অপরাধ করেছে সরকার

Coxsbazar BNP Lawyer Forum News 16.03.15-4
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদকে ফেরত দেয়ার দাবীতে আজ সোমবার সকাল ১০টায় কক্সবাজার আদালতপাড়ায় মিছিল-সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সমাবেশে বিএনপির এই জাতীয় নেতাকে অবিলম্বে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবী জানিয়ে বলা হয়, রাতের আধাঁরে বাসা থেকে তুলে নেয়ার পর তাকে অজ্ঞাতস্থানে বন্দী রেখে গুম করার চেষ্টা চালাচ্ছে সরকার। যা হবে চরম মানবাধিকার লঙ্ঘন এবং মানবতাবিরোধী অপরাধ।
বক্তারা সালাহউদ্দিনের আটকের ব্যাপারে প্রধানমন্ত্রী ও আইন শৃঙ্খলা বাহিনীর বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, সরকার এখন আইনের শাসনকে পদদলিত করছে। বিচার ব্যবস্থাকে প্রহসনে পরিণত করছে। যা জাতির জন্য কিছুতেই শুভ হবে না।
বক্তারা সালাহউদ্দিন আহমদকে অক্ষত অবস্থায় মুক্তি দেয়ার দাবী জানিয়ে বলেন, অন্যথায় সরকার বিরোধী আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট মোহাম্মদ ছলিমউল্লাহর সভাপতিত্বে ও সদস্য আবু ছিদ্দিক ওসমানীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সৈয়দ আলম, এসএম নুরুল ইসলাম, নুর সোলতান, ছাদেকউল্লাহ, আতাউল হক, মোহাম্মদ ইউনুছ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবউদ্দিন, ফিরোজ আহমদ, ছালামতউল্লাহ রানা, আবদুল কাইয়ূম, বদরুল হুদা ছিদ্দিকী, মোহাম্মদ আবদুল্লাহ, আবদুল মন্নান, তৌহিদুল আনোয়ার, এসএম গিয়াসউদ্দিন, জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) এস্তেফাজুর রহমান, ফিরোজুল আলম ফিরোজ, রফিকুল ইসলাম, এসএম আবু তাহের, মোহাম্মদ ছৈয়দুল আলম, ফয়েজুন নোমান, খোরশেদ আলম খোকন, মীর মোশাররফ হোসেন টিটু, হাছান ছিদ্দিকী, হুমায়ূন কবীর চৌধুরী, আবুল কাশেম, আব্দুর রশিদ, হারুনুর রশীদ, মুজিবুল আনোয়ার, নুরুল ইসলাম, গিয়াসউদ্দিন, নাছিরউদ্দিন, সৈয়দ ইরফান, রশীদুল আলম চৌধুরী, আবদুল মজিদ ও ইমাম হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল আদালতপাড়া প্রদক্ষিণ করে। মিছিলে বিএনপি পন্থী শতাধিক আইনজীবী অংশ নেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।