৮ সেপ্টেম্বর, ২০২৪ | ২৪ ভাদ্র, ১৪৩১ | ৪ রবিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  নাফনদে দুই সহোদর শিশুর মৃত্যু    ●  ধান চাষ করে নৌকায় চড়া উখিয়ার সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা   ●  পরিবহন সমিতির নামে বদি শ্যালকের কোটি টাকা লুটপাট   ●  ‘আমি কোন গাড়িতে উঠেছিলাম সেটা আমি নিজেও জানতাম না’ -সালাহউদ্দিন আহমদ   ●  চকরিয়ায় পাহাড়ি ঢলে ভেসে শিশুর মৃত্যু   ●  ‘গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা’   ●  “পালংখালী ইউনিয়ন  জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত    ●  পেকুয়ায় সড়কে  শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান   ●  সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর মানববন্ধন ও স্মারক লিপি    ●  উখিয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর ওপর হামলার ঘটনায় মামলা

সাতকানিয়ার চরপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩০ ঘর ভষ্মীভূত:কোটি টাকার ক্ষতি

satkania pic__6_03_15
সাতকানিয়ায় এক ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত ৩০টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক কোটি টাকারও বেশী ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার সময় সাতকানিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ড়ের চরপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা ও দমকল বাহিনীর লোকজন দীর্ঘ দুই ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম সোহেল অগ্নিকান্ড ও ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন। অগ্নিকান্ডের সময় আলমগির নামের এক ব্যাক্তিসহ অন্তত ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও সাতকানিয়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৬টার সময় চর পাড়াস্থ রনো মুন্সি চৌধুরী বাড়ির মোহাম্মদ রফিকের রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে আগুন মুর্হুতেই চর্তুদিকে ছড়িয়ে পড়ে।
এতে, মোহাম্মদ দুলাল, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ আলমগির, সাহাদাৎ হোসেন, মো. বাদশা, মোহাম্মদ সোহেল, ফরিদ উদ্দিন, সিরাজুল ইসলাম, নেজাম উদ্দিন, লাল মিয়া (লালু) আনোয়ারা বেগম, কুতুব উদ্দিন, নার্গিস আক্তার, কামাল উদ্দিন, আহমদ হোসেন, আমিন, জাহেদ, ওমর আলী, আবু বক্কর, আমির আশেক আলী, হেলাল উদ্দিন, মঈনুদ্দিন, ও মোহাম্মদ মানিক, মোহাম্মদ জাহাঙ্গীর, শফিকুর রহমানসহ আরো অন্তত ৮টি মিলিয়ে মোট ৩০ ঘর পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ নার্গিস আক্তার জানান, ৩০টি পুড়ে যাওয়া ঘরের মধ্যে আমার অন্তত দুই লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। এছাড়া আমার মায়ের নগদ ১০ হাজার টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।
পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম সোহেল জানান, আগুনের সূত্রপাত হওয়ার সাথে সাথে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে আনার জন্য প্রচেষ্টা চালালেও আগুনের ভয়াবহতা বেড়ে যাওয়ায় কোনক্রমেই আগুন নিয়ন্ত্রনে আনা যাচ্ছিলনা। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে দীর্ঘক্ষন প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
সাতকানিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করি। ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হবে জানালেও ক্ষতির পরিমাণ কত হতে পারে তা তৎক্ষানিক ভাবে জানাতে পারেননি তিনি। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ ঘটনাস্থল পরির্দশন করেছে।
তিনি বলেন, ক্ষতিগ্রস্থরা ক্ষতির পরিমাণ আনুমানিক কোটি টাকা বলে জানিয়েছে। ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্থদের সাথে আলোচনা করে ক্ষতির পরিমাণ সর্ম্পকে নিশ্চিত হয়ে জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করা হবে। ক্ষতিগ্রস্থদের  সর্বোচ্চ সহায়তা দেওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।