১৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৩১ ভাদ্র, ১৪৩১ | ১১ রবিউল আউয়াল, ১৪৪৬


সাগরপথে মালয়েশিয়া : ফের ২০ বাংলাদেশি আটক

দু’দেশের কঠোর নজরদারি থাকার পরেও সাগরপথে মালয়েশিয়ায় প্রবেশের সময় আটক হয়েছে ২০ বাংলাদেশিসহ ২৪ জন। ২১ সেপ্টেম্বর ভোর আড়াইটা থেকে টানা সাড়ে চার ঘণ্টার অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারদের কাছে প্রবেশের কোনো বৈধ কাগজপত্র ছিল না। দেশটির স্পেশাল ব্রাঞ্চ পিজিএর সাগর তীরে নিয়মিত টহলের সময় ৪টি প্রাইভেট কারের গতি সন্দেহ হলে আটকের পর চেক করে ২০ বাংলাদেশিসহ স্থানীয় ৪ নাগরিককে গ্রেপ্তার করে। আটকদের জিজ্ঞাসাবাদের জন্য বানতিং পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে, ওই এলাকা থেকে ৩০ জনের বেশি বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। সেলাংঙ্গর প্রদেশের কুয়ালা লাংগিতের বানতিং সাগর তীরে অবৈধ প্রবেশ ঠেকাতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে বলে পিজিএর ৪ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।