২৬ সেপ্টেম্বর, ২০২৩ | ১১ আশ্বিন, ১৪৩০ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  চকরিয়ায় হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক, মাইক্রোবাস জব্দ   ●  ‘প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য সেবার অবলম্বন পল্লী চিকিৎসক’-জেলা পরিষদ চেয়ারম্যান   ●  ‘প্রয়োজনে কালো গাউন ছেড়ে রোড লেভেলে যেতে হবে’   ●  তলাবিহীন ঝুড়ি থেকে স্মার্ট বাংলাদেশ করেছেন শেখ হাসিনা: কউক চেয়ারম্যান   ●  এরশাদ সরকার আমল ছিল দেশের স্বর্ণযুগ-সাবেক সাংসদ ইলিয়াছ   ●  পরিবেশ রক্ষায় শেখ হাসিনার উদ্যোগ বিশ্বে প্রশংসনীয় : মোঃ নজিবুল ইসলাম   ●  রোহিঙ্গা প্রত্যাবাসনে পাইলট-প্রকল্প মিয়ানমার-চীনের শুভঙ্করীর ফাঁকি!   ●  কক্সবাজারে ‘জয় কারাতে একাডেমী’ ‘অদ্রিতা পালদের বেড়েছে আত্মবিশ্বাস ও শক্তি’   ●  রামুতে বনবিভাগের অভিযানে পানির পাম্প জব্দ   ●  সীমান্তে গরু চোরাকারবারীদের তালিকা করে আইনের আওতায় আনা হবে-ডিসি মুহম্মদ শাহীন ইমরান

পদুয়া বনিক পাড়ায় জগদ্ধাত্রী পূজা ৪ নভেম্বর থেকে শুরু

সাংসদ ড.নদভী ও এমপি পত্নী রিজিয়া রেজা চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের বনিক পাড়ায় শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজার যুগপূর্তী অনুষ্ঠান অাগামী ৪ নভেম্বর থেকে শুরু হবে। এই উপলক্ষে ৪ ও ৫ নভেম্বর দুইদিনব্যাপী নানা অনুষ্ঠানমালা অায়োজন করেছেন কমিটির নেতৃবৃন্দ। ৪ নভেম্বর সোমবার সকালে গীতাপাঠ ও সন্ধ্যায় ধর্মীয় অালোচনাসভা এবং জাগরণপূতিপাঠ অনুষ্ঠিত হবে। ৫ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত শ্রীশ্রী চন্ডী পাঠ। দুপুর ১ ঘটিকায় মহাপ্রসাদ বিতরণ। বিকেল ৫ টায় পরম দয়াল শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের সমবেত প্রার্থনা এবং সন্ধ্যা ৬ থেকে সকাল ৬ পর্যন্ত চতুষ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন। রাত ১০ ঘটিকায় অন্নপ্রসাদ বিতরণ। নামসংকীর্তন পরিবেশনা করবেন স্বামী জগদানন্দ সম্প্রদায়,শ্রীশ্রী ঠাকুর অনুকুল সম্প্রদায় ও মা কালী আনন্দময়ী সম্প্রদায়।

এদিকে, পদুয়া বনিকপাড়া শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজার যুগপূর্তীতে চতুষ প্রহরব্যাপী মহানাম সংকীর্তনের অনুমোদন এবং সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করায় লোহাগাড়া-সাতকানিয়া আসনের মাননীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি ও এমপি পত্নী, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য রিজিয়া রেজা চৌধুরীর প্রতি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়েছেন পদুয়া বনিকপাড়া জগদ্ধাত্রী পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা।
এছাড়াও অনুষ্ঠানমালার প্রতিটি পর্বে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নর-নারীগনকে অামন্ত্রণ জানিয়েছেন কমিটির সভাপতি জিতন ধর ও সাধারণ সম্পাদক এসআই চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিতুন ধর।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।