২৫ সেপ্টেম্বর, ২০২৩ | ১০ আশ্বিন, ১৪৩০ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  চকরিয়ায় হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক, মাইক্রোবাস জব্দ   ●  ‘প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য সেবার অবলম্বন পল্লী চিকিৎসক’-জেলা পরিষদ চেয়ারম্যান   ●  ‘প্রয়োজনে কালো গাউন ছেড়ে রোড লেভেলে যেতে হবে’   ●  তলাবিহীন ঝুড়ি থেকে স্মার্ট বাংলাদেশ করেছেন শেখ হাসিনা: কউক চেয়ারম্যান   ●  এরশাদ সরকার আমল ছিল দেশের স্বর্ণযুগ-সাবেক সাংসদ ইলিয়াছ   ●  পরিবেশ রক্ষায় শেখ হাসিনার উদ্যোগ বিশ্বে প্রশংসনীয় : মোঃ নজিবুল ইসলাম   ●  রোহিঙ্গা প্রত্যাবাসনে পাইলট-প্রকল্প মিয়ানমার-চীনের শুভঙ্করীর ফাঁকি!   ●  কক্সবাজারে ‘জয় কারাতে একাডেমী’ ‘অদ্রিতা পালদের বেড়েছে আত্মবিশ্বাস ও শক্তি’   ●  রামুতে বনবিভাগের অভিযানে পানির পাম্প জব্দ   ●  সীমান্তে গরু চোরাকারবারীদের তালিকা করে আইনের আওতায় আনা হবে-ডিসি মুহম্মদ শাহীন ইমরান

সাংসদ ড.নদভীর প্রচেষ্টায় আমিরাবাদ পুরাতন বিওসি সংলগ্ন সড়কের ডাবল সলিং কাজ শুরু

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিয়ন হিসেবে বেশ পরিচিত। আমিরাবাদ পুরাতন বিওসি সংলগ্ন পন্ডিত পাড়া, কালা বর বাড়ী, অলি বর বাড়ী,মোস্তার বর বাড়ী এলাকায় শত শত মানুষের বসবাস রয়েছে।
এসব এলাকার মাঝখানে একটি সড়ক দীর্ঘদিন ধরে অবহেলিত হিসেবে পড়ে ছিল। মানুষের চলাচলে চরম ভোগান্তির মধ্য পড়তে হতো। অত্র এলাকার কৃতি সন্তান উপজেলা যুবলীগ সদস্য বাদশা খালেদ ও স্হানীয় এলাকাবাসীকে নিয়ে সাতকানিয়া লোহাগাড়ার মাননীয় সাংসদ, উন্নয়নের সফল কান্ডারী প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী কে সড়কটির বিষয়ে অবহিত করেন।

অবশেষে সাংসদ ড.নদভী অত্র গ্রামবাসীর দীর্ঘদিনের মানুষের স্বপ্ন পুরণ করলেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে স্হানীয় সাংসদ ড.নদভীর ঐকান্তিক প্রচেষ্টায় আনুমানিক ৫৪লক্ষ টাকা ব্যয়ে আমিরাবাদ পুরাতন বিওসি সংলগ্ন বাজাজ শো রুম হইতে বাদশা খালেদ পর্যন্ত সড়কের ডাবল সলিং কাজ চলমান রয়েছে।উক্ত সড়কের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

১৫ জানুয়ারী বিকেলে এলাকার মুরব্বিদের সাথে নিয়ে সাংসদ ড.নদভীর পক্ষ থেকে উক্ত সড়কের কাজ পরিদর্শন করেন লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য,অত্র এলাকার কৃতি সন্তান বাদশা খালেদ। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণসহ অনেকেই উপস্হিত ছিলেন।

লোহাগাড়া উপজেলা যুবলীগের সদস্য, অত্র এলাকার কৃতি সন্তান বাদশা খালেদ জানান, আমাদের এলাকার দীর্ঘদিন ধরে একটি সড়ক অবহেলায় পড়েছিল। মাননীয় এমপি মহোদয়কে অবহিত করলে তিনি ৫৪লক্ষ টাকা ব্যয়ে একটি ডাবল সলিং এর ব্যবস্হা গ্রহণ করেন। সড়কের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছেন।

দীর্ঘদিনের মানুষের প্রাণের দাবী হিসেবে সড়কে ডাবল সলিং এর কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে সাতকানিয়া লোহাগাড়ার মাননীয় সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপিকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।