২৩ মার্চ, ২০২৩ | ৯ চৈত্র, ১৪২৯ | ৩০ শাবান, ১৪৪৪


শিরোনাম
  ●  ডিসিকে সাথে নিয়ে নতুন ১৯২ পরিবারে ঘরের চাবি তুলে দিলেন এমপি জাফর   ●  যাত্রীবেশে ইয়াবা পাচারকালে রামু ক্রসিং হাইওয়ে থানায় আটক ১   ●  উখিয়ায় অভিযোগকারীদের উল্টো চিঠি ইস্যু করে অভিযুক্ত শিক্ষা অফিসার!   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৭ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  বৈরী আবহাওয়া : সেন্টমার্টিনগামি জাহাজ চলাচল বন্ধ   ●  চকরিয়ার দুটি বিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিলেন এমপি জাফর আলম   ●  রামুতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর সমাবেশে বক্তারা বঙ্গবন্ধু ছিলেন বাঙালির আস্থা ও বিশ্বাসের ঠিকানা   ●  চকরিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত   ●  জন্মদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ এমপি জাফরের   ●  কক্সবাজার জেলা কারাগারে দিনব্যাপী বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

‘সাংবাদিকদের কারণে আইনশৃঙ্খলা বাহিনী অনেক তথ্য পায়’

স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান কামাল বলেছেন, জীবনের ঝুঁকি নিয়ে নিয়ে সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করেন। তাদের কারণেই আইনশৃঙ্খলা বাহিনী অনেক বিষয়ের তথ্য পায়।

শনিবার রাতে ঢাকার পুলিশ কনভেনশন হলে নবনির্বাচিত ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নেতাদের  অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ, ক্র্যাব সভাপতি সালেহ আকন, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছে। এখন প্রেস ফ্রিডম রয়েছে। আমরা কোনো সেন্সরশিপ করছি না। এ জন্য সাংবাদিকরা স্বাধীনভাবে সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করতে পারছেন। পাশাপাশি তারা বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসাও করতে পারছেন। তবে যদি কেউ অপসাংবাদিকতা করেন, সেক্ষেত্রে আমাদের আইন রয়েছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, যারাই অপরাধ করুক না কেন আমরা তাদের আইনের আওতায় নিয়ে এসেছি। তারা যতই প্রভাবশালী হোক না কেন আমরা সেটা করেছি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।