৪ জুন, ২০২৩ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৪ জিলকদ, ১৪৪৪


শিরোনাম
  ●  বিশ্ব পরিবেশ দিবস সোমবার; জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের নানা কর্মসূচী   ●  জাতীয় শ্রমিক লীগ চকরিয়ার ফাসিয়াখালী ইউনিয়ন শাখার কর্মী সভায় এমপি জাফর আলম   ●  বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এমপি জাফর আলম   ●  স্কাউটসসের নিয়ন্ত্রণ জামায়াত-শিবিরের হাতে যাচ্ছে কিনা কঠোর নজরদারি করতে হবে- এমপি জাফর   ●  সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আলেম-ওলেমাদের এগিয়ে আসতে হবে-এমপি জাফর   ●  ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠনে বর্তমান উদ্যোগ ভূমিকা রাখবে   ●  আওয়ামীলীগের বিদ্রোহী মেয়র প্রার্থীর সমর্থককে জরিমানা ও মুচলেকা আদায়   ●  পুকুরে ডুবে প্রাণ গেল শিশু তৌকির   ●  রোহিঙ্গা ক্যাম্পে যুবককে কুপিয়ে হত্যা   ●  শাহপুরী হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার

সরকারের গঠনমূলক সমালোচনায় দেশ পরিচালনায় অবদান রাখছে জাপা

Japaসরকারের গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে জাতীয় পার্টি। এই ধারা অব্যাহত রেখে বাংলাদেশের উন্নয়নকে তরান্বিত করে যাবে। জেলা জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।’
রবিরার হোটেল সী-গালে মিলনায়তনে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এড. মোহাম্মদ তারেকের পরিচালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি মেরেুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতারে মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য হাজী মোঃ ইলিয়াছ ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য আলহাজ্ব খোরশেদ আরা হক।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-সাংগঠনিক সম্পাদক আবু ছৈয়দ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. আহমদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জাতীয় পার্টির সাবেক জেলা আহ্বায়ক এইচএম আবছার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. অনুপম সাহা, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব, জেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শহর জাতীয় পার্টির সভাপতি কামাল উদ্দীন কামাল, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি যথাক্রমে- নাজিম উদ্দীন চেয়ারম্যান, হোসাইনুল ইসলাম মাতব্বর, শফিক আহমদ বি.কম, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে- অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্টো, মুজিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দুলাল, শহীদুল ইসলাম মুন্না, আনোয়ারুল এহেছান চৌধুরী ভুলু মিয়া, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার, দিদারুল আলম, ডা: মোঃ আলমগীর, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াছ রনি, দপ্তর সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি জয়নাল আবেদীন, যুগ্ম-দপ্তর সম্পাদক সরওয়ার, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ছিদ্দিকী, অর্থ সম্পাদক এস.এম বাবর, চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এড. উমর আলী, চকরিয়া পৌর শাখার সভাপতি জসীম উদ্দীন, টেকনাফ উপজেলা সাধারণ সম্পাদক এড. শাহ আলম, টেকনাফ পৌর শাখা সভাপতি মোঃ ইসমাইল কালু, জাতীয় যুব সংহতির জেলা সাধারণ সম্পাদক মোঃ আবদুল্লাহ বাবুল, ওলামা পার্টির জেলা সভাপতি শফিকুল হক জিহাদী, সাধারণ সম্পাদক নুরুল হুদা, জেলা মৎস্যজীবী পার্টির সভাপতি মৌলভী জাহাঙ্গীর, মহিলা পার্টির জেলা সাধারণ সম্পাদক আসমাউল হুসনা, ছাত্রসমাজের জেলা সভাপতি কামাল উদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ সেলিমসহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া সাংবাদিক, সুশীল সমাজ, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।