৬ ডিসেম্বর, ২০২৩ | ২১ অগ্রহায়ণ, ১৪৩০ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  আরসা প্রধান আতাউল্লাহসহ ৪৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা   ●  কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত আটক   ●  হলফনামা বিশ্লেষণ: ৫ বছরে এমপি আশেকের সম্পদ বেড়েছে ২ কোটি টাকার কাছা-কাছি   ●  ২১ দিন বন্ধের পর মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে এল পন্যবাহি চারটি ট্রলার   ●  মহেশখালীতে সাবেক ইউপি সদস্যেকে পিটিয়ে হত্যা   ●  ভ্রাতৃঘাতি দেশপ্রেমহীন রোহিঙ্গা আরসা-আরএসও প্রসঙ্গে; এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর   ●  কক্সবাজারে রেল : শুরুতেই ইজিবাইক চালকদের দৌরাত্ম্য ২০ টাকা ভাড়া রাতা-রাতি ৫০ টাকা!   ●  মাদক কারবারিদের হুমকির আতঙ্কে ইউপি সদস্য কামালের সংবাদ সম্মেলন   ●  সালাহউদ্দিন সিআইপি ও এমপি জাফরকে আদালতে তলব   ●  কক্সবাজার-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন এমপি জাফর আলম

সরকারী কলেজ ছাত্রদল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

dff
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার সরকারী বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেধাবী ছাত্রনেতা সাদ্দাম হোসেনের উপর শিবির নামধারী দূর্বৃত্ত কর্তৃক হামলার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি কলা ভবন থেকে শুরু করে কলেজের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি ওসমান সরওয়ার রানার সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজের সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রদলের বিপ্লবী সভাপতি কলেজ ছাত্রদল নেতা আনোয়ারুল ইসলাম টিপু। এতে আরও বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাইদু সিকদার, জেলা ছাত্রদল নেতা জাহেদুল ইসলাম জাহেদ, মহেশখালী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও কলেজ ছাত্রদল নেতা মোরশেদ আলম, কলেজ ছাত্রদলের সি: সহ-সভাপতি জায়নুদ্দিন জনি, সহ-সভাপতি মো: আলম, এরশাদুল হক রাজু, রবিউল করিম রবি, জয়নাল আবেদীন, আমির হোসেন, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আনচারী, আব্দুল্লাহ আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, কলেজ ছাত্রদল নেতা মো: সোহেল, মো: মুসা, জানে আলম বাপ্পি, মো: সেলিম, ইমতিয়াজ শরীফ, ইয়াছিন আরাফাত, নোমান ইসলাম, সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল সালেহ, জুনাইদ চৌধুরী,  রফিক, সাইম, অভি, ইমন, সাগর, ওয়াসিম, মো: আয়পল, রুবেল পারভেজ, মাসুদ, ওসমান, সোহেল (২), মাসুদ হাসান রুবেল,  মো: রাসেল, জিহাদ, আব্দুল্লাহ, ওবাইদ, হোসেন, সাগর-২, খোকা, প্রমুখ। বক্তারা বলেন কলেজ কর্তৃপক্ষের মিমাংসার পর ছাত্র শিবিরের নামধারী সন্ত্রাসীরা যেভাবে সাদ্দামের উপর হামলা চালিয়েছে  তা কলেজ কর্তৃপক্ষকে হামলার নামান্তর। যদি কলেজ কর্তৃপক্ষ এর সুষ্টু বিচার না করে তাহলে ছাত্রদলের নেতাকর্মী এর সমুচিত জবাব দিতে প্রস্তুত আছে। তারা অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদের কলেজ থেকে বহিস্কার এবং কলেজ ক্যাম্পাসে শিবির ক্যাডারদের রাজনীতি নিষিদ্ধ করার দাবী জানান। অন্যথায় পরবর্তী উদ্ভুত পরিস্থিতির দায়ভার কলেজ কর্তৃপক্ষকে নিতে হবে বলে জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।