৮ সেপ্টেম্বর, ২০২৪ | ২৪ ভাদ্র, ১৪৩১ | ৪ রবিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  নাফনদে দুই সহোদর শিশুর মৃত্যু    ●  ধান চাষ করে নৌকায় চড়া উখিয়ার সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা   ●  পরিবহন সমিতির নামে বদি শ্যালকের কোটি টাকা লুটপাট   ●  ‘আমি কোন গাড়িতে উঠেছিলাম সেটা আমি নিজেও জানতাম না’ -সালাহউদ্দিন আহমদ   ●  চকরিয়ায় পাহাড়ি ঢলে ভেসে শিশুর মৃত্যু   ●  ‘গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা’   ●  “পালংখালী ইউনিয়ন  জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত    ●  পেকুয়ায় সড়কে  শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান   ●  সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর মানববন্ধন ও স্মারক লিপি    ●  উখিয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর ওপর হামলার ঘটনায় মামলা

সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে জেলা প্রশাসককে যথাযথ সহায়তা দেওয়া হবে-এমপি জাফর আলম

বার্তা পরিবেশক :

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ বলেছেন- ‘আমরা জনবান্ধব একজন জেলা প্রশাসক পেয়ে আনন্দিত। আপনি যোগদানের পরই সেটি প্রমাণ করেছেন। সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে এমপি হিসেবে আমার পক্ষ থেকে যথাযথ সহায়তা আপনাকে দেওয়া হবে।’

এমপি জাফর আলম বৃহস্পতিবার দুপুরে হলরুম সুগন্ধায় উপজেলা প্রশাসন আয়োজিত চকরিয়া উপজেলার জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দের সঙ্গে কক্সবাজারে নব যোগদানকৃত জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এর মতবিনিময় অনুষ্ঠানে উপরোক্ত বক্তব্য প্রদান করেন।

এর আগে মতবিনিময় সভায় বিভিন্ন জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরেন জেলা প্রশাসকের কাছে।

ইউএনও জেপি দেওয়ানের সভাপতিত্বে ও এসি ল্যান্ড রাহাত উজ-জামানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার-১ আসনের এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, পুলিশের চকরিয়া সার্কেলের এএসপি তফিকুল আলম, পৌরমেয়র আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা ও আজিমুল হক আজিম, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছোটন কান্তি নাথ প্রমূখ।

মতবিনিময় সভায় যোগদানের আগে জেলা প্রশাসক ডুলাহাজারায় আশ্রয়ণ প্রকল্প, ফাঁসিয়াখালী ইউনিয়নে একটি কমিউনিটি ক্লিনিক ও ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করেন। এর পর উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন। মতবিনিময় শেষে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসি ল্যান্ড ও থানা কার্যালয়। এর পর কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন জেলা প্রশাসক।

প্রাকৃতিক সম্পদে ভরপূর ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলার বিভিন্ন দাবি তুলে ধরা হয় জেলা প্রশাসকের কাছে। তন্মধ্যে রয়েছে সরকারি নানা বরাদ্দের ক্ষেত্রে বার বার বঞ্চিত করা হয় চকরিয়াকে। এছাড়াও বহুল প্রতিক্ষিত উপকূলীয় সাত ইউনিয়ন নিয়ে মাতামুহুরী প্রশাসনিক উপজেলায় রূপান্তরের প্রক্রিয়া রহস্যজনক কারণে স্থবির হয়ে থাকা, প্রতিবছর বর্ষায় ভয়াবহ বন্যায় শত কোটি টাকার সম্পদের ক্ষতির হাত থেকে রক্ষায় মাতামুহুরী নদীকে পরিকল্পিতভাবে ড্রেজিং (খনন) করা, বিভিন্ন ছড়াখাল খনন, প্রেস ক্লাবের জন্য স্থায়ীভাবে খাস জায়গা বরাদ্দ প্রদানসহ বিভিন্ন বিষয়।

এসব দাবির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, ‘আমি প্রত্যেকটি বিষয় নোট নিয়েছি। কোথায় কী সমস্যা রয়েছে তা পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সরকারি সেবা প্রাপ্তির ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ গ্রহণসহ মাঠপর্যায়ের কর্মকর্তাদের স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।