৩১ মার্চ, ২০২৩ | ১৭ চৈত্র, ১৪২৯ | ৮ রমজান, ১৪৪৪


শিরোনাম
  ●  মহেশখালীতে উচ্ছেদ অভিযানে অবৈধ পাকা স্থাপনা ধ্বংস করলো বনবিভাগ; ৫০ একর বনভূমি দখলমুক্ত   ●  সাগরে ১০টি বস্তায় মিলল ৭ লাখ ইয়াবা   ●  উখিয়ায় কলেজ ছাত্রকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৪   ●  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি কক্সবাজার জেলা কারাগারের বিনম্র শ্রদ্ধা   ●  উখিয়ায় মাটি ভর্তি ডাম্পার আটক   ●  কক্সবাজারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত   ●  স্বাধীনতা দিবসে মরিচ্যা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন   ●  পানেরছড়ায় পাহাড় ও গাছ কাটার হিড়িক, নিরব বন বিভাগ   ●  চকরিয়ায় গণহত্যা দিবসের আলোচনা সভায় এমপি জাফর আলম   ●  চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আ.লীগের ইফতার মাহফিল-আলোচনা সভায় এমপি জাফর

সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষায় চাক সম্প্রদায় মডেল

Dpod news22

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে আয়বর্দ্ধনমূলক আর্থিক সহায়হা প্রদান করা হয়েছে। এ লক্ষ্যে সোমবার ১১ মে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের হলরুমে বেসরকারী উন্নয়ন সংস্থা বান্দরবান ডিজএ্যাবল্ড পিপলস অর্গানাইজেশন টু ডেভলপমেন্ট (ডিপিওডি)‘র চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাইল আহামদ বলেন- সরকারের উন্নয়নের পাশাপাশি এনজিও গুলো দূর্গম এলাকায় মানুষের জীবন মান উন্নয়নে কাজ করছে। তবে এনজিওদের কাজে যদি স্বচ্ছতা থাকে তাহলে প্রশাসনও সব সময় তাদের কাজে সহযোগিতা করতে বাধ্য। ডিপিওডি বিশেষ করে দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠী চাক সম্প্রদায় ও প্রতিবন্ধীদের জন্য কাজ করায় তারা প্রশংসা পাওয়ার যোগ্য। তিনি আরো বলেন, চাক সম্প্রদায় ক্ষুদ্র জাতিগোষ্ঠী হলেও সমাজের খারাপ কাজগুলো তারা সবসময় এড়িয়ে চলেন এবং শান্তি শৃঙ্খলা রক্ষায় তারা মডেল হয়ে আছেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এএসএম শাহে দুল ইসলামের বলেন- যেসব এনজিও কাজ করছে তাদের কাজের স্বচ্ছতার জন্য স্থানীয় প্রশাসনকে অবহিত করতে হবে। তারা যেন প্রশাসনকে বিভ্রান্ত করার লক্ষ্যে ভোরবেলা চোরের মত রিলিফ দিয়ে পালিয়ে যায় এ ধরনের কোন কাজ না করেন। ‘আমরা আশা রাখি এনজিও গুলো সরকারের পাশাপাশি জনগণের জীবনের মানউন্নয়নে কাজ করবে’। কোন এনজিও যেন মানুষকে পন্য হিসেবে ব্যবহার করে তাদের নিয়ে ব্যবসা না করার জন্য সর্তক থাকার আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে ডিপিওডির কার্যক্রমের সার্বিক বিষয় বর্ণনা করেন পরিচালক ছাগ্যলা চাক।
ডিপিওডির উপজেলা ম্যনেজার মংড়ী চাকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন- বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নব নিযুক্ত সদস্য ক্যউচিং চাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: কামাল উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার আবু আহামেদ, ডিপিওডি’র চেয়ারম্যান লাল মুন থান বম, হেডম্যান মংছাহ্লা চাক, মহিলা উন্নয়ন সমিতির সভাপতি লায়েংউ চাক।
অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে ৪লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।