২৩ জুলাই, ২০২৪ | ৮ শ্রাবণ, ১৪৩১ | ১৬ মহর্‌রম, ১৪৪৬


শিরোনাম
  ●  কলেজছাত্র মুরাদ হত্যা মামলার আসামি রহিম কারাগারে   ●  আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রতিবাদে কক্সবাজার ছাত্রলীগের সমাবেশ   ●  স্বেচ্ছাসেবী কাজে বিশেষ অবদানের জন্য হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান    ●  চতুর্থবারের মতো শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হলেন রোবায়েত   ●  সেন্টমার্টিনে ২ বিজিপি সদস্যসহ ৩৩ রোহিঙ্গা বোঝাই ট্রলার   ●  উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ গ্রেপ্তার ২   ●  উখিয়ায় ৩ হাজার পরিবার পানিবন্দি; কাঁচা ঘরবাড়ি, গ্রামীণ সড়ক লন্ডভন্ড   ●  উখিয়ায় কৃষি বিভাগের প্রণোদনা পেলেন ১৮০০ কৃষক /কৃষাণী   ●  আরসার জোন ও কিলিংগ্রুপ কমান্ডার আটক ৩   ●  পটিয়া প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত

সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে পাড়া-মহল্লায় কমিটি গঠনের নির্দেশ

7 mfarch-1
ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। আজ শনিবার বিকালে জেলা শহরের বঙ্গবন্ধুমুক্তমঞ্চে এ আলোচনা সভা অনুষ্টিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামীরীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্যশৈহ্লা,সহ সভাপতি আবদুর রহিম চৌধুরী,সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য কাজী মজিবর রহমান উপস্থিত ছিলেন। জেলা ছাত্রলীগ সভাপতি তৌহিদুর রহমান চৌধুরী রাশেদের সভাপতিত্বে  এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন চৌধুরী সঞ্জয়ের পরিচালনায় সমাবেশে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈ হ্লা,সহ সভাপতি আবদুর রহিম চৌধুরী, সহ সভাপতি ইসলাম বেবী,সাধারণ সম্পাদক কাজী মো.মজিবর রহমান এবং শহর শাখার সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য দেন। সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা দলের অংগসংগঠনগুলোর বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
সামাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন,পার্বত্য চট্টগ্রামের বান্দরবান,রাংগমাটি ও খাগড়াছড়ি জেলার পাড়া-মহল্লায় পেট্রোল বোমাবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসসহ সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে দলীয় নেতাকর্মীসহ সচেতন নাগরিকদের প্রতি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন পার্বত্য প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর এমপি। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের অশান্তি সৃষ্টির অপচেষ্টা এবং চলমান সরকারি উন্নয়ন কর্মকান্ডে ব্যাহত ঘটানোর কাজে লিপ্ত সন্ত্রাসীদের মুখোশ খুলে দিতে হবে এবং সেইসব সন্ত্রাস প্রতিরোধে পার্বত্যবাসীকে এক্যবদ্ধ হয়ে শান্তি ও উন্নয়নের পক্ষে কাজ করতে হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।