২৪ জানুয়ারি, ২০২৫ | ১০ মাঘ, ১৪৩১ | ২৩ রজব, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!   ●  কক্সবাজার জেলা প্রশাসনে ‘হাসিনার ভূত’ .নৈশভোটের মাস্টারমাইন্ড ইয়ামিন বহাল তবিয়তে   ●  কক্সবাজার সদর হাসপাতালে যোগদান করলেন ডা. আরিফা মেহের রুমী   ●     ●  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত হোমিওপ্যাথিক চিকিৎসক দল   ●  চকরিয়ায় দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে আটক   ●  অনুপ্রবেশকালে বিজিবি হেফাজতে ৩৬ মিয়ানমার   ●  হলদিয়া বিএনপি উত্তর শাখার সাংগঠনিক পদে প্রার্থীতা করবেন মোহাম্মদ হেলাল 

সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে পাড়া-মহল্লায় কমিটি গঠনের নির্দেশ

7 mfarch-1
ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। আজ শনিবার বিকালে জেলা শহরের বঙ্গবন্ধুমুক্তমঞ্চে এ আলোচনা সভা অনুষ্টিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামীরীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্যশৈহ্লা,সহ সভাপতি আবদুর রহিম চৌধুরী,সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য কাজী মজিবর রহমান উপস্থিত ছিলেন। জেলা ছাত্রলীগ সভাপতি তৌহিদুর রহমান চৌধুরী রাশেদের সভাপতিত্বে  এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন চৌধুরী সঞ্জয়ের পরিচালনায় সমাবেশে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈ হ্লা,সহ সভাপতি আবদুর রহিম চৌধুরী, সহ সভাপতি ইসলাম বেবী,সাধারণ সম্পাদক কাজী মো.মজিবর রহমান এবং শহর শাখার সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য দেন। সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা দলের অংগসংগঠনগুলোর বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
সামাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন,পার্বত্য চট্টগ্রামের বান্দরবান,রাংগমাটি ও খাগড়াছড়ি জেলার পাড়া-মহল্লায় পেট্রোল বোমাবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসসহ সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে দলীয় নেতাকর্মীসহ সচেতন নাগরিকদের প্রতি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন পার্বত্য প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর এমপি। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের অশান্তি সৃষ্টির অপচেষ্টা এবং চলমান সরকারি উন্নয়ন কর্মকান্ডে ব্যাহত ঘটানোর কাজে লিপ্ত সন্ত্রাসীদের মুখোশ খুলে দিতে হবে এবং সেইসব সন্ত্রাস প্রতিরোধে পার্বত্যবাসীকে এক্যবদ্ধ হয়ে শান্তি ও উন্নয়নের পক্ষে কাজ করতে হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।