৯ ডিসেম্বর, ২০২৩ | ২৪ অগ্রহায়ণ, ১৪৩০ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত   ●  আরসা প্রধান আতাউল্লাহসহ ৪৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা   ●  কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত আটক   ●  হলফনামা বিশ্লেষণ: ৫ বছরে এমপি আশেকের সম্পদ বেড়েছে ২ কোটি টাকার কাছা-কাছি   ●  ২১ দিন বন্ধের পর মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে এল পন্যবাহি চারটি ট্রলার   ●  মহেশখালীতে সাবেক ইউপি সদস্যেকে পিটিয়ে হত্যা   ●  ভ্রাতৃঘাতি দেশপ্রেমহীন রোহিঙ্গা আরসা-আরএসও প্রসঙ্গে; এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর   ●  কক্সবাজারে রেল : শুরুতেই ইজিবাইক চালকদের দৌরাত্ম্য ২০ টাকা ভাড়া রাতা-রাতি ৫০ টাকা!   ●  মাদক কারবারিদের হুমকির আতঙ্কে ইউপি সদস্য কামালের সংবাদ সম্মেলন   ●  সালাহউদ্দিন সিআইপি ও এমপি জাফরকে আদালতে তলব

সন্তু লারমার সফর প্রতিহত করতে আগামী ১২ ও ১৩ মার্চ ৪৮ ঘন্টার হরতালের ডাক দিয়েছে জাগো পার্বত্যবাসী সংগঠন

Bandarban Pic-1
পাহাড়ের বেপরোয়া চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমার বান্দরবান জেলা সফর প্রতিহত করার লক্ষ্যে আগামী ১২ ও ১৩ মার্চ ৪৮ ঘন্টার টানা হরতালের ডাক দিয়েছে জাগো পার্বত্যবাসী নামক একটি সংগঠন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বান্দরাবন প্রেসক্লাবের সভাকক্ষে জাগো পার্বত্যবাসী নামের সংগঠন সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসুচী ঘোষনা করেন সংগঠনের নেতা আবিদুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে আব্দুল জলিল,মোঃ সোহাগ,মোঃ কামাল উদ্দিন এবং শাহাদাৎ হোসেন প্রমুখ উপস্থিত ছিলে।
এদিকে সংবাদ সম্মেলনে বক্তরা বলেন,রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা গ্রহণ করে পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জেএসএস সভাপতি সন্ত লারমার নির্দেশে বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় সন্ত্রাস ও বেপরোয়া চাঁদাবাজি চলছে। বান্দরবান জেলা শহরের আশেপাশেই প্রকাশ্যে দিবালোকে চাঁদাবাজি ও সন্ত্রাসি কর্মকান্ডে চালিযে যাচ্ছেন সন্ত্রাসীরা।  বক্তরা আরোও বলে,সন্তু লারমার বান্দরবান সফর প্রতিহত করার লক্ষ্যে জাপো পার্বত্যবাসীর ব্যানারে ক্ষতিগ্রস্ত ও নির্যাতিত পাহাড়ি-বাংগালি সম্প্রদায়ের হাজার হাজার মানুষ এখন সোচ্ছার। তাই আগামী ১২ ও ১৩ মার্চ টানা ৪৮ ঘন্টার হরতার ও অবরোধ আহবান করেছেন। এ শান্তিপুর্ণ কর্মসূচি সফল করে তোলার জন্যে আজ বিকালে বিক্ষোভ মিছিলে গনসংযোগ কার্যক্রম চলবে বলেও জানানা বক্তরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।