২৭ জুলাই, ২০২৪ | ১২ শ্রাবণ, ১৪৩১ | ২০ মহর্‌রম, ১৪৪৬


শিরোনাম
  ●  কলেজছাত্র মুরাদ হত্যা মামলার আসামি রহিম কারাগারে   ●  আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রতিবাদে কক্সবাজার ছাত্রলীগের সমাবেশ   ●  স্বেচ্ছাসেবী কাজে বিশেষ অবদানের জন্য হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান    ●  চতুর্থবারের মতো শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হলেন রোবায়েত   ●  সেন্টমার্টিনে ২ বিজিপি সদস্যসহ ৩৩ রোহিঙ্গা বোঝাই ট্রলার   ●  উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ গ্রেপ্তার ২   ●  উখিয়ায় ৩ হাজার পরিবার পানিবন্দি; কাঁচা ঘরবাড়ি, গ্রামীণ সড়ক লন্ডভন্ড   ●  উখিয়ায় কৃষি বিভাগের প্রণোদনা পেলেন ১৮০০ কৃষক /কৃষাণী   ●  আরসার জোন ও কিলিংগ্রুপ কমান্ডার আটক ৩   ●  পটিয়া প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত

রামুতে ২১ আগস্ট স্মরণে আলোচনা সভায় এমপি কমল

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদ ও ভালো থাকে

প্রেস বিজ্ঞপ্তি;

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি, বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১ আগস্ট বর্বোরোচিত গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে রামুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রামু উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমুহ সোমবার (২২আগস্ট) বিকালে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ওসমান সরওয়ার আলম চৌধুরী মিলনায়তনে এ সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। তিনি বলেন- বর্বোরোচিত এ বোমা হামলায় মহিলা আওয়ামী লীগ সভাপতি বেগম আইভি রহমানসহ ২৪ জন শহীদ হয়েছেন। ১৫০ জনের মতো পঙ্গু অবস্থায় এবং তিন শতাধিক নেতাকর্মী এখনো আহত অবস্থায় জীবন যাপন করছেন।

এমপি কমল বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকান্ডের এক নম্বর আসামী ছিলেন মেজর জিয়াউর রহমান। বেঁচে থাকলে খুনি জিয়ার ফাঁসি হতো। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে প্রকাশ্য জনসভায় বঙ্গবন্ধুকণ্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্য বর্বোরোচিত গ্রেনেড হামলা করিয়েছে খুনি জিয়াউর রহমানের সন্তান তারেক জিয়া। বিএনপি এখন ক্ষমতার আসার দিবাস্বপ্ন দেখছে। বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের উর্ধগতির কারনে আমাদের দেশেও তার প্রভাব পড়েছে। এনিয়ে বিএনপি সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। বিএনপি আবারো পেট্রোল বোমা, গ্রেনেড হামলা চালিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃস্টি করতে চায়, তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। এমপি কমল বলেন শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ ভালো ও নিরাপদ থাকে। মানুষের মঙ্গলের জন্য আগামীতেও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাফর আলম চৌধুরী চেয়ারম্যান, কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক কায়ছারুল হক জুয়েল।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, প্রবীন আওয়ামী লীগ নেতা গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন চাকমারকুল ইউনিয়ন ওলামা লীগের সভাপতি মাওলানা আহমেদ মুসা। ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজিজুল হক আজিজ মেম্বার ও জেলা তাঁতীলীগের সহ-সভাপতি আনচারুল হক ভুট্টোর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- প্রবীন আওয়ামী লীগ নেতা ছিদ্দিক আহমদ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) রামুর সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্য নুরুল হক, রাজারকুল ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান, রাজারকুল ইউনিয়নের আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম সিকদার, কাউয়ারখোপের সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমদ, রামু উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক নবীউল হক আরকান, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মিজানুল হক রাজা, মৎসজীবি লীগের সভাপতি সুযশ বড়ুয়া টাপু, কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক এম. সেলিম, রামু উপজেলা ছাত্রলীগের আহবায়ক তসলিম উদ্দিন সোহেল, যুগ্ম আহবায়ক এনামূল হক রিয়াদ, তারেক উদ্দিন মিশু, ঈমাদ সিকদার, বঙ্গবন্ধু ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিয়াদ, রামু কলেজ ছাত্রলীগ নেতা জাহেদুল কামাল, জোয়ারিয়ানালা ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইনজামাম আহমেদ রামিম প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।