২৭ জুলাই, ২০২৪ | ১২ শ্রাবণ, ১৪৩১ | ২০ মহর্‌রম, ১৪৪৬


শিরোনাম
  ●  কলেজছাত্র মুরাদ হত্যা মামলার আসামি রহিম কারাগারে   ●  আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রতিবাদে কক্সবাজার ছাত্রলীগের সমাবেশ   ●  স্বেচ্ছাসেবী কাজে বিশেষ অবদানের জন্য হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান    ●  চতুর্থবারের মতো শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হলেন রোবায়েত   ●  সেন্টমার্টিনে ২ বিজিপি সদস্যসহ ৩৩ রোহিঙ্গা বোঝাই ট্রলার   ●  উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ গ্রেপ্তার ২   ●  উখিয়ায় ৩ হাজার পরিবার পানিবন্দি; কাঁচা ঘরবাড়ি, গ্রামীণ সড়ক লন্ডভন্ড   ●  উখিয়ায় কৃষি বিভাগের প্রণোদনা পেলেন ১৮০০ কৃষক /কৃষাণী   ●  আরসার জোন ও কিলিংগ্রুপ কমান্ডার আটক ৩   ●  পটিয়া প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুনিয়া পালং ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন

বিজ্ঞপ্তি;

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ কক্সবাজার জেলা রামু উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করতে গত বৃহস্পতিবার (২ জুন) শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ রামু উপজেলা শাখা খুনিয়া পালং ইউনিয়ন শাখার কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবুল কালাম ও মোঃ হোসেন।

এছাড়াও সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সোহেল, মোঃ গিয়াস উদ্দিন, এসএম আরমান, আব্দুল্লাহ আল মাসুম, মোঃ ফরিদ, সাহাব উদ্দিন, সাজেদুর রহমান, সাইফুল ইসলাম, মোঃ জাহেদ, আব্দুল করিম, মোঃ করিম, রেজাউল করিম। এদিকে নবনির্বাচিত সভাপতি আবুল কালাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে সমুন্নত রাখতে এবং নতুন প্রজন্মের মাঝে শহীদ শেখ রাসেলের স্মৃতি তুলে ধরতে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। শেখ রাসেলের প্রতিটি কর্মী আওয়ামী লীগের ভবিষ্যৎ। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, শেখ রাসেল ন্যাশনাল কাউন্সিল ফর চিলড্রেন এন্ড এডলেসেন্ট এর প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক। শেখ রাসেলের নিজের বড় বোন বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং শহীদ শেখ রাসেলের স্মৃতি নতুন প্রজন্মের মধ্যে তুলে ধরতে ১৯৮৯ সালে সংগঠনটি প্রতিষ্ঠা করেন। এই সংগঠনের সদস্য হওয়া গৌরবের বিষয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।