২ জুলাই, ২০২৫ | ১৮ আষাঢ়, ১৪৩২ | ৬ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের   ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা   ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা

বিএসপিএ'র ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তারা

শুধু পর্যটন নগরী নয়, দেশের স্পোর্টস নগরীর যোগ্যতাও রাখে কক্সবাজার

সংবাদ বিজ্ঞপ্তি :
শুধু পর্যটন নগরী নয়, দেশের স্পোর্টস নগরী হওয়ার যোগ্যতাও রাখে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার। সে ক্ষেত্রে ক্রীড়া সাংবাদিকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
শনিবার বিকেলে এশিয়ার ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) কক্সবাজার জেলা শাখার ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
কক্সবাজার বিএসপিএ সভাপতি এম.আর মাহবুবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল।
এসময় জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদ, জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি আবছার উদ্দিন, সহ-সভাপতি অনুপ বড়ুয়া অপু, অতিরিক্ত সাধারণ সম্পাদক জিএম জাহিদ ইফতেখার, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য রতন দাশ, পরেশ কান্তি দে, আলীরেজা তসলিম, আবছার কামাল, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, কক্সবাজার বিএসপিএ’র সাবেক সভাপতি মাহবুবুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মইন উদ্দিন, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) এর সাধারণ সম্পাদক ও কুটুমবাড়ি রেস্টুরেন্টের স্বত্বাধিকারী নুরুল কবির পাশা, সাবেক কৃতি ফুটবলার খালিদ হোসেন, এনটিভির সিনিয়র রিপোর্টার ইকরাম চৌধুরী টিপু, বিএসপিএ কক্সবাজারের আহ্বায়ক কমিটির সদস্য ও দৈনিক হিমছড়ি সম্পাদক হাসানুর রশিদ, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মোয়াজ্জেম হোসাইন শাকিল, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কামরুল ইসলাম মিন্টু, সাংবাদিক আব্দুল্লাহ নয়ন, দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি ছৈয়দ আলম, দৈনিক আজাদীর জেলা প্রতিনিধি আজিজ রাসেল, রাইজিং বিডির জেলা প্রতিনিধি তারেকুর রহমান, দৈনিক ইনানীর যুগ্ম বার্তা সম্পাদক বলরাম দাশ অনুপম, ছাত্রলীগ নেতা জামশেদ উদ্দিন, সংবাদকর্মী মোহাম্মদ ফরিদ, সাজন বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে দোয়া মোনাজাত পরিচালনা করেন ঈদগাহ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।