৯ ডিসেম্বর, ২০২৩ | ২৪ অগ্রহায়ণ, ১৪৩০ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  আরসা প্রধান আতাউল্লাহসহ ৪৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা   ●  কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত আটক   ●  হলফনামা বিশ্লেষণ: ৫ বছরে এমপি আশেকের সম্পদ বেড়েছে ২ কোটি টাকার কাছা-কাছি   ●  ২১ দিন বন্ধের পর মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে এল পন্যবাহি চারটি ট্রলার   ●  মহেশখালীতে সাবেক ইউপি সদস্যেকে পিটিয়ে হত্যা   ●  ভ্রাতৃঘাতি দেশপ্রেমহীন রোহিঙ্গা আরসা-আরএসও প্রসঙ্গে; এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর   ●  কক্সবাজারে রেল : শুরুতেই ইজিবাইক চালকদের দৌরাত্ম্য ২০ টাকা ভাড়া রাতা-রাতি ৫০ টাকা!   ●  মাদক কারবারিদের হুমকির আতঙ্কে ইউপি সদস্য কামালের সংবাদ সম্মেলন   ●  সালাহউদ্দিন সিআইপি ও এমপি জাফরকে আদালতে তলব   ●  কক্সবাজার-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন এমপি জাফর আলম

শিলখালীতে এক ইউপি সদস্যের বিরুদ্ধে ভিজিডি কার্ড প্রতারণা বাণিজ্যের অভিযোগ!

obijog
পেকুয়া উপজেলার শিলখালীতে এক ইউপি সদস্যের বিরুদ্ধে ভিজিডি কার্ড প্রতারণা বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে। এঘটনায় জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভুক্তভুগীরা স্থানীয় ইউএনও বরাবরে লিখিত আপত্তি জানিয়েছে। দায়েরকৃত লিখিত আপত্তি সূত্রে জানা যায়, চলতি ভিজিডি কার্ড উপকারভোগী নির্বাচন ও তালিকা প্রণয়ন কালে উপজেলার শিলখালী ইউনিয়নের মাঝেরঘোনা এলাকার ওমর আলীর স্ত্রী মনোয়ারা বেগম, মৃত নুরুল হোছনের স্ত্রী হোছনে আরা ও ওসমান মেস্ত্রীর স্ত্রী জোসনার নামেও ভিজিডি কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতিজনের কাছ থেকে ৩হাজার টাকা করে হাতিয়ে নেন স্থানীয় ৫নং ওয়ার্ডের মেম্বার জাফর আহমদ। গত পরশু রোববার পরিষদের পক্ষ থেকে চলতি ভিজিডি কার্ডের উপকারভোগীদের মাঝে পণ্য বিতরনের ঘোষনা দিলে অভিযোগকারীরা সেখানে উপস্থিত হন। নির্ধারিত সময়ে ভিজিডি পণ্য বিতরণ সম্পন্ন হলেও অভিযোগকারীরা পায়নি তাদের ভিজিডি পণ্য। এ সময় তারা খোঁজ নিয়ে জানতে পারেন, তাদের নাম তালিকাভুক্ত করা হয়নি। ফলে, ভিজিডি পণ্য না পেয়ে হতাশ ও ক্ষুদ্ধ হয়ে অভিযোগকারীরা খালি হাতে নিজ বাড়ি ফিরেন। এ নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বচ্ছল ও মধ্যভিত্ত পরিবারের লোকজনের মাঝেও এবার ভিজিডি কার্ড দেওয়া হলেও মেম্বারের দাবীকৃত টাকা দিয়েও তারা পাননি ভিজিডি সুবিধা। গতকাল ওই ইউপি সদস্যের ভিজিডি প্রতারণা বাণিজ্যের বিচার চেয়ে ভুক্তভুগীরা স্থানীয় সাংবাদিকদের সাথে সাক্ষাত করে প্রতিকার চাইলে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত আপত্তি দায়েরের পরামর্শ দেয়া হয়। এ বিষয়ে জানতে অভিযুক্ত ইউপি সদস্য মেম্বার জাফর আহমদের ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করলে উনার সংযোগটি বন্ধ পাওয়া যায়। পেকুয়ার ইউএনও মোঃ মারুফুর রশিদ খাঁন ভিজিডি কার্ড পাইয়ে দেওয়ার নামে শিলখালী ইউপি’র ৫নং ওয়ার্ড সদস্য জাফর আহমদের টাকা হাতিয়ে নেয়ার বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন বলে জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।