২৯ মার্চ, ২০২৩ | ১৫ চৈত্র, ১৪২৯ | ৬ রমজান, ১৪৪৪


শিরোনাম
  ●  সাগরে ১০টি বস্তায় মিলল ৭ লাখ ইয়াবা   ●  উখিয়ায় কলেজ ছাত্রকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৪   ●  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি কক্সবাজার জেলা কারাগারের বিনম্র শ্রদ্ধা   ●  উখিয়ায় মাটি ভর্তি ডাম্পার আটক   ●  কক্সবাজারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত   ●  স্বাধীনতা দিবসে মরিচ্যা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন   ●  পানেরছড়ায় পাহাড় ও গাছ কাটার হিড়িক, নিরব বন বিভাগ   ●  চকরিয়ায় গণহত্যা দিবসের আলোচনা সভায় এমপি জাফর আলম   ●  চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আ.লীগের ইফতার মাহফিল-আলোচনা সভায় এমপি জাফর   ●  খুটাখালী ইউনিয়ন আ.লীগের ইফতার মাহফিল, আলোচনা সভায় এমপি জাফর

শিক্ষা সামগ্রী বিতরণের মধ্য দিয়ে ‘অগ্রযাত্রা কল্যাণ পরিষদ’র শুভ সূচনা

‘অগ্রযাত্রা কল্যাণ পরিষদ’র সদস্য ও ‘কুশলায়ন ফ্রাইডে ধাম্মা স্কুল’ শিক্ষার্থীদের একাংশ

কনক বড়ুয়া(নিউজরুম এডিটর): দক্ষিণ কক্সবাজারের উখিয়ার সামাজিক সংগঠন “অগ্রযাত্রা কল্যাণ পরিষদ’র শুভ সূচনা করেছে স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপকরণ বিতরন তথা সামাজিক কাজ দিয়ে।

২৫ মে শুক্রবার সকাল ৭টায় মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহারে এ বিতরণ অনুষ্টান সম্পন্ন হয়। এবং উক্ত শিক্ষা সামগ্রী মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহারে প্রতিষ্ঠিত “কুশলায়ন ফ্রাইডে ধাম্মা স্কুল”র ছাত্রছাত্রীদের মাঝে বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্টানে বক্তব্যকালে সংগঠনের সদস্যরা সংগঠনের উদ্দেশ্য ও লক্ষ্য সমূহ পাঠ করেন। পাশাপাশি সকল শ্রেণীর ছাত্রছাত্রীদের ভাল শিক্ষা অর্জন করে বৌদ্ধ সমাজকে আলোকিত করার আহবান জানান এবং ধর্মীয় শিক্ষার সুফল সম্পর্কে অবগত করেন।

‘অগ্রযাত্রা কল্যাণ পরিষদ’র সভাপতি সঞ্জয় বড়ুয়া ও সম্পাদক সুনীত বড়ুয়াসহ সদস্যরা শিক্ষা সামগ্রী তুলে দিচ্ছেন।

এসময় উপস্থিত ছিলেন মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জ্যোতি প্রজ্ঞা থের। অগ্রযাত্রা কল্যাণ পরিষদের সভাপতি সঞ্জয় বড়ুয়া, যুগ্ন- সহ সভাপতি প্রদত্ত বড়ুয়া, সাধারন সম্পাদক সুনীত বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক প্রমথ বড়ুয়া, যুগ্ন- সাংগঠনিক সম্পাদক শিপন বড়ুয়া, দপ্তর সম্পাদক সোহেল বড়ুয়া, সহ- দপ্তর সম্পাদক জুয়েল বড়ুয়া, সহ- সাধারন সম্পাদক নিকচেন বড়ুয়া, সহ- সাংগঠনিক সম্পাদক লিটন বড়ুয়া, প্রচার সম্পাদক রাসেল বড়ুয়া, যুগ্ন- দপ্তর সম্পাদক কাকন বড়ুয়া, সহ- প্রচার সম্পাদক কানন বড়ুয়া, যুগ্ন প্রচার সম্পাদক নিকেল বড়ুয়াসহ সংগঠনের সদস্যবৃন্দ।

এসময় উপস্থিত সকলের মাঝে ও জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত ধর্ম দেশনা প্রদান করেন অত্র বিহারের অধ্যক্ষ জ্যোতি প্রজ্ঞা থের।

শিক্ষা উপকরণ বিতরণের সময় সংগঠনের প্রেসিডেন্ট সঞ্জয় বড়ুয়া বলেন, কোন সংগঠনের শুরুটা সবাই হইহুল্লোড় দিয়ে করলেও কিন্তু আমি ও আমার সংগঠনের মেম্বাররা কিছুটা ব্যাতিক্রম চিন্তা করে এ কাজ করেছি। বর্তমানে উখিয়ার যে চিত্রপট তাতে সুস্থ মস্তিস্কের যে কেউই শিক্ষা থেকে দূরে চলে যেতে পারে। তাই সবাইকে শিক্ষার মহাদেশে স্বাগত জানিয়ে আমাদের সংগঠনের শুভ সূচনা করলাম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।