২৪ সেপ্টেম্বর, ২০২৩ | ৯ আশ্বিন, ১৪৩০ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  ‘প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য সেবার অবলম্বন পল্লী চিকিৎসক’-জেলা পরিষদ চেয়ারম্যান   ●  ‘প্রয়োজনে কালো গাউন ছেড়ে রোড লেভেলে যেতে হবে’   ●  তলাবিহীন ঝুড়ি থেকে স্মার্ট বাংলাদেশ করেছেন শেখ হাসিনা: কউক চেয়ারম্যান   ●  এরশাদ সরকার আমল ছিল দেশের স্বর্ণযুগ-সাবেক সাংসদ ইলিয়াছ   ●  পরিবেশ রক্ষায় শেখ হাসিনার উদ্যোগ বিশ্বে প্রশংসনীয় : মোঃ নজিবুল ইসলাম   ●  রোহিঙ্গা প্রত্যাবাসনে পাইলট-প্রকল্প মিয়ানমার-চীনের শুভঙ্করীর ফাঁকি!   ●  কক্সবাজারে ‘জয় কারাতে একাডেমী’ ‘অদ্রিতা পালদের বেড়েছে আত্মবিশ্বাস ও শক্তি’   ●  রামুতে বনবিভাগের অভিযানে পানির পাম্প জব্দ   ●  সীমান্তে গরু চোরাকারবারীদের তালিকা করে আইনের আওতায় আনা হবে-ডিসি মুহম্মদ শাহীন ইমরান   ●  ১১ জেলার এসপিদের নিয়ে কক্সবাজারে গুরুত্ববহ সভা করলেন ডিআইজি নুরেআলম মিনা

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি পাচ্ছেন অধ্যক্ষ মো আবদুল হক

আবুল কাশেম সাগর, রামুঃ শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড পাচ্ছেন কক্সবাজার জেলার রামু উপজেলার একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রামু সরকারি কলেজের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) মোঃ আবদুল হক।

জানা গেছে, তখনকার রামু ডিগ্রী কলেজ থাকাকালীন সময়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পাওয়ার পরবর্তী সময় হতে কলেজে পাশের হার তুলনামূলকভাবে বৃদ্ধি, কারিগরি শাখায় শতভাগ পাশ, জিপিএ-৫ বৃদ্ধি, কলেজে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অনার্স কোর্স চালুসহ, শিক্ষক সংকট দূরীকরণ, কলেজে শিক্ষার্থী -শিক্ষকের মাঝে সুসম্পর্কসহ নানাবিধ কর্মকান্ডে প্রসংশনীয় হয়ে উঠেন মোঃ অাবদুল হক।

উক্ত বিষয়ে মোবাইল ফোনে মো: অাবদুল হক জানান, আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন কর্তৃক এই এ্যাওয়ার্ড গ্রহণ করতে তাকে গত ১০ মে পত্রের মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়।

আগামি ২৮ মে (মঙ্গলবার) বিকাল ৪ টায় টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তন, তোপখানা রোড (সচিবালয়ের উত্তর পার্শ্বে), ঢাকায় উক্ত এ্যাওয়ার্ড প্রদান করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি মো: ছিদ্দিকুর রহমান মিয়া। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের বিচারপতি আব্দুস সালাম মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যাঞ্চেলর প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, অতিরিক্ত সচিব ম্যাজিস্ট্রেট আলহাজ্ব রোকন-উদ-দৌলা, আইএনবি সংবাদ সংস্থার চেয়ারম্যান ব্যারিষ্টার মো: জাকির হোসেন, আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থার এডিশনাল এসপি কবি মো: নুরুল ইসলাম বিপিএম, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মো: গণি মিয়া বাবুল এমজেএফ।

এতে সভাপতিত্ব করবেন সাবেক তথ্য ও সংস্কৃতি মন্ত্রী এবং ‘আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন’র উপদেষ্টা সৈয়দ দিদার বখত।

এদিকে তাকে এ্যাওয়ার্ডের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিবাবকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দরা অভিনন্দন জানিয়েছেন।

অন্যদিকে উক্ত এ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় কলেজ পরিচালা পর্ষদের সভাপতি কক্সবাজার ৩ আসনের সাংসদ আলজ্ব সাইমুম সরওয়ার কমল, সদস্যবৃন্দ এবং কলেজের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অধ্যক্ষ মোঃ অাবদুল হক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।