৩০ মার্চ, ২০২৩ | ১৬ চৈত্র, ১৪২৯ | ৭ রমজান, ১৪৪৪


শিরোনাম
  ●  মহেশখালীতে উচ্ছেদ অভিযানে অবৈধ পাকা স্থাপনা ধ্বংস করলো বনবিভাগ; ৫০ একর বনভূমি দখলমুক্ত   ●  সাগরে ১০টি বস্তায় মিলল ৭ লাখ ইয়াবা   ●  উখিয়ায় কলেজ ছাত্রকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৪   ●  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি কক্সবাজার জেলা কারাগারের বিনম্র শ্রদ্ধা   ●  উখিয়ায় মাটি ভর্তি ডাম্পার আটক   ●  কক্সবাজারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত   ●  স্বাধীনতা দিবসে মরিচ্যা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন   ●  পানেরছড়ায় পাহাড় ও গাছ কাটার হিড়িক, নিরব বন বিভাগ   ●  চকরিয়ায় গণহত্যা দিবসের আলোচনা সভায় এমপি জাফর আলম   ●  চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আ.লীগের ইফতার মাহফিল-আলোচনা সভায় এমপি জাফর

শহরে ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় এক ছিনতাকারি আটক

download

কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকা থেকে তিন ব্যবসায়িকে গুলি করে ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ইউনুছ নামের এক ছিনতাইকারি আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সদর মডেল থানা পুলিশের একটি টিম তাকে আটক করে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত বখতিয়ার উদ্দিন চৌধুরী ইউনুছ নামের এক ছিনতাইকারিকে আটকের সত্যতা নিশ্চিত করেন।
প্রসঙ্গত: কক্সবাজার শহরে তিন ব্যবসায়ীকে গুলি ও ছুরিকাঘাত করে ৫ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে গেছে একদল মুখোশধারী। গত মঙ্গলবার রাত ১০ টার দিকে শহরের বাজারঘাটার মিষ্টিরাজ হোটেলের সামনে এ ঘটনা ঘটে। এতে তিন ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তারা হলেন, মৎস্য ব্যবসায়ী সদর উপজেলার খুরুশ্কুল ইউনিয়নের মেহেদীপাড়া গ্রামের মৃত কালুর ছেলে আলী আহমদ সওদাগর ( ৫৫ ) ও একই ইউনিয়নের পেচারঘোনা গ্রামের নুরুল হুদার ছেলে শাহাবুদ্দিন ( ৩৫ ) এবং শহরের ঘোনাপাড়ার মৃত অভিনাশ দাশের ছেলে রতন দাশ ( ৪৫ )।
আহতরা জানায়, তারা বাস টার্মিনাল পাওয়ার হাউসের কক্সবাজার সী ফুডসে মাছ সরবরাহ করে। প্রতিদিনের মতো বুধবার রাত সাড়ে ৯ টার দিকে সেখানে মাছ দিয়ে টমটম করে বাড়ি ফিরছিল। তাদের টমটমটি শহরের বাজারঘাটা এলাকায় পৌঁছালে দক্ষিণ পাশ্বের একটি উপসড়ক থেকে একটি টমটম নিয়ে মুখবাধা অবস্থায় আগ্নেয়াস্ত্র ও ধারালো ছুরি নিয়ে তাদের উপর হামলা করে। এ সময় মুখোশধারীরা গুলি দুইজন গুলিও ছুরিকাঘাত করে ব্যবসায়ীদের হাতে থাকা প্রায়ই ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। ফাঁকা গুলি ছুঁড়ে মুহুর্তের মধ্যে পালিয়ে যায় মুখোশধারীরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।