২২ মার্চ, ২০২৩ | ৮ চৈত্র, ১৪২৯ | ২৯ শাবান, ১৪৪৪


শিরোনাম
  ●  যাত্রীবেশে ইয়াবা পাচারকালে রামু ক্রসিং হাইওয়ে থানায় আটক ১   ●  উখিয়ায় অভিযোগকারীদের উল্টো চিঠি ইস্যু করে অভিযুক্ত শিক্ষা অফিসার!   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৭ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  বৈরী আবহাওয়া : সেন্টমার্টিনগামি জাহাজ চলাচল বন্ধ   ●  চকরিয়ার দুটি বিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিলেন এমপি জাফর আলম   ●  রামুতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর সমাবেশে বক্তারা বঙ্গবন্ধু ছিলেন বাঙালির আস্থা ও বিশ্বাসের ঠিকানা   ●  চকরিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত   ●  জন্মদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ এমপি জাফরের   ●  কক্সবাজার জেলা কারাগারে দিনব্যাপী বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন   ●  এমপি জাফরের কাছ থেকে শেখ রাসেল স্কুলের শিক্ষার্থীরা পেল স্মার্ট ব্যাগ ও শিক্ষা উপকরণ

শহরের বাসটার্মিনাল থেকে শীর্ষ মানবপাচারকরী আটক : অস্ত্র উদ্ধার

শহরের বাসটার্মিনাল এলাকা থেকে রেজাউল হক (৩০) নামের এক শীর্ষ মানাবপাচারকারী দালালকে আটক করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরের দিকে কক্সবাজার কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। ধৃত আসামী উপজেলার ডিক্কুল এলাকার আবুল হোসেন এর পুত্র বলে জানা গেছে। এসময় তার কাছে ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে নিয়ে অভিযানে নামে র‌্যাব।
র‌্যাব-৭ ক্যাম্পের কক্সবাজার কোম্পানি কমান্ডার মেজর মো: জিয়াউর রহমান জানান, ধৃত আসামীকে আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। সর্বশেষ গতরাত সাড়ে ৯টার দিকে উত্তরণে এলাকায় ১টি দেশীয় এলজি ২ রাউন্ড বুলেট ও একটি চুরি উদ্ধার করে। তিনি আরো জানান, ধৃত আসামী রেজাউল হক একজন শীর্ষ মানবপাচারকারী এটা এলাকায় সর্বজন জানে। আসামী রেজাউল হকের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।
উল্লেখ্য যে, তার বিরুদ্ধে পূর্বে অপহরণ, মানবপাচারসহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানান র‌্যাব।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।