২২ মার্চ, ২০২৩ | ৮ চৈত্র, ১৪২৯ | ২৯ শাবান, ১৪৪৪


শিরোনাম
  ●  যাত্রীবেশে ইয়াবা পাচারকালে রামু ক্রসিং হাইওয়ে থানায় আটক ১   ●  উখিয়ায় অভিযোগকারীদের উল্টো চিঠি ইস্যু করে অভিযুক্ত শিক্ষা অফিসার!   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৭ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  বৈরী আবহাওয়া : সেন্টমার্টিনগামি জাহাজ চলাচল বন্ধ   ●  চকরিয়ার দুটি বিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিলেন এমপি জাফর আলম   ●  রামুতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর সমাবেশে বক্তারা বঙ্গবন্ধু ছিলেন বাঙালির আস্থা ও বিশ্বাসের ঠিকানা   ●  চকরিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত   ●  জন্মদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ এমপি জাফরের   ●  কক্সবাজার জেলা কারাগারে দিনব্যাপী বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন   ●  এমপি জাফরের কাছ থেকে শেখ রাসেল স্কুলের শিক্ষার্থীরা পেল স্মার্ট ব্যাগ ও শিক্ষা উপকরণ

শংকর প্রসাদ দেবের মুখে হাসি ফুটালেন টিম কোতোয়ালী

বিশেষ প্রতিবেদক:

হারানো ব্যাগ উদ্ধার করে দিয়ে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শংকর প্রসাদ দেবের মুখে হাসি ফুটালেন টিম কোতোয়ালী। গতকাল বুধবার ব্যাগটি উদ্ধার করে তাঁর কাছে হস্তান্তর করা হয়।
কোতোয়ালী থানার এসআই মিজানুর রহমান চৌধুরী জানিয়েছেন,অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শংকর প্রসাদ দেব মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া থেকে বাসে কদমতলী নামেন। কদমতলী থেকে সিএনজি যোগে তাঁর বর্তমান ঠিকানা নন্দনকাননে এসে রাত অনুমান ০১.৩০ ঘটিকার সময় ভুলবশত সিএনজিতে একটি ব্যাগ রেখে নেমে যান। ব্যাগে তাঁর দামি আইপ্যাড, কাপড়চোপড়, এবং বইসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল। অনেক খোঁজাখুঁজি করে ব্যাগের কোন হদিস না পেয়ে শেষ পর্যন্ত শরণাপন্ন হন কোতোয়ালী থানার।

কোতোয়ালী থানার এসআই মিজানুর রহমান চৌধুরী ও এসআই মৃণাল কান্তি মজুমদারের নেতৃত্বে সিএমপি কর্তৃক মহানগর ভিজিল্যান্স প্রোগ্রাম এর মাধ্যমে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গাড়ির নাম্বার সনাক্ত করে “আমার গাড়ি নিরাপদ” ডাটাবেজ থেকে গাড়ির মালিক এবং চালকের তথ্য সংগ্রহ করে ব্যাগটি উদ্ধার করা হয়।
বুধবার মালিকের কাছে ব্যাগটি হস্তান্তর করা হয়।

হারানো সকল মালামালসহ ব্যাগটি পেয়ে শংকর প্রসাদ দেব বলেন, এতো অল্প সময়ে টিম কোতোয়ালীর কাজের অগ্রগতি দেখে আমি সত্যিই অনেক আনন্দিত এবং আশান্বিত। সিএমপি কর্তৃক “আমার গাড়ি নিরাপদ” নামক একটি সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করার জন্য তিনি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন সিএমপি তথা বাংলাদেশ পুলিশের প্রতি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।