২৪ অক্টোবর, ২০২৪ | ৮ কার্তিক, ১৪৩১ | ২০ রবিউস সানি, ১৪৪৬


শিরোনাম
  ●  ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে উত্তাল কক্সবাজার সমুদ্র   ●  কক্সবাজারে আদালত ঘেরাও করলো বৈষম্যবিরোধী ছাত্ররা   ●  আওয়ামী দোসরদের পক্ষে আইনি লড়াইয়ে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা   ●  জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি আবু সালেহ ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম প্রধান   ●  উখিয়ায় পাহাড় ধ্বসে যুবকের মৃত্যু   ●  আকাশে উড়লো ফানুস, বাঁকখালী নদীতে ভাসলো ‘কল্প জাহাজ’   ●  সম্পত্তির লোভে চাচার ষড়যন্ত্রে ভাতিজা অপহরণ, তিনদিন পর উদ্ধার   ●  টেকনাফে ছাত্রদল নেতা ইয়াবাসহ আটক!   ●  ৫দিনের রিমান্ডে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর   ●  সেন্টমার্টিন থেকে ফিরার পথে স্পিডবোট ডুবি, নিখোঁজ ১

শংকর প্রসাদ দেবের মুখে হাসি ফুটালেন টিম কোতোয়ালী

বিশেষ প্রতিবেদক:

হারানো ব্যাগ উদ্ধার করে দিয়ে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শংকর প্রসাদ দেবের মুখে হাসি ফুটালেন টিম কোতোয়ালী। গতকাল বুধবার ব্যাগটি উদ্ধার করে তাঁর কাছে হস্তান্তর করা হয়।
কোতোয়ালী থানার এসআই মিজানুর রহমান চৌধুরী জানিয়েছেন,অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শংকর প্রসাদ দেব মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া থেকে বাসে কদমতলী নামেন। কদমতলী থেকে সিএনজি যোগে তাঁর বর্তমান ঠিকানা নন্দনকাননে এসে রাত অনুমান ০১.৩০ ঘটিকার সময় ভুলবশত সিএনজিতে একটি ব্যাগ রেখে নেমে যান। ব্যাগে তাঁর দামি আইপ্যাড, কাপড়চোপড়, এবং বইসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল। অনেক খোঁজাখুঁজি করে ব্যাগের কোন হদিস না পেয়ে শেষ পর্যন্ত শরণাপন্ন হন কোতোয়ালী থানার।

কোতোয়ালী থানার এসআই মিজানুর রহমান চৌধুরী ও এসআই মৃণাল কান্তি মজুমদারের নেতৃত্বে সিএমপি কর্তৃক মহানগর ভিজিল্যান্স প্রোগ্রাম এর মাধ্যমে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গাড়ির নাম্বার সনাক্ত করে “আমার গাড়ি নিরাপদ” ডাটাবেজ থেকে গাড়ির মালিক এবং চালকের তথ্য সংগ্রহ করে ব্যাগটি উদ্ধার করা হয়।
বুধবার মালিকের কাছে ব্যাগটি হস্তান্তর করা হয়।

হারানো সকল মালামালসহ ব্যাগটি পেয়ে শংকর প্রসাদ দেব বলেন, এতো অল্প সময়ে টিম কোতোয়ালীর কাজের অগ্রগতি দেখে আমি সত্যিই অনেক আনন্দিত এবং আশান্বিত। সিএমপি কর্তৃক “আমার গাড়ি নিরাপদ” নামক একটি সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করার জন্য তিনি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন সিএমপি তথা বাংলাদেশ পুলিশের প্রতি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।