২৮ সেপ্টেম্বর, ২০২৩ | ১৩ আশ্বিন, ১৪৩০ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  সাবেক এমপি এড. খালেকুজ্জামানের ২৩ তম শাহাদত বার্ষিকী আজ   ●  ছাত্রলীগে অনুপ্রবেশকারী আবু সুফিয়ানের হামলায় উখিয়ায় সংবাদকর্মী আহত   ●  প্রিয়তোষ পাল পিন্টু দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন   ●  এমপি কমলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আবেদন   ●  চকরিয়ায় হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক, মাইক্রোবাস জব্দ   ●  ‘প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য সেবার অবলম্বন পল্লী চিকিৎসক’-জেলা পরিষদ চেয়ারম্যান   ●  ‘প্রয়োজনে কালো গাউন ছেড়ে রোড লেভেলে যেতে হবে’   ●  তলাবিহীন ঝুড়ি থেকে স্মার্ট বাংলাদেশ করেছেন শেখ হাসিনা: কউক চেয়ারম্যান   ●  এরশাদ সরকার আমল ছিল দেশের স্বর্ণযুগ-সাবেক সাংসদ ইলিয়াছ   ●  পরিবেশ রক্ষায় শেখ হাসিনার উদ্যোগ বিশ্বে প্রশংসনীয় : মোঃ নজিবুল ইসলাম

লোহাগাড়ায় ৫৮টাকার পেঁয়াজ ৯২টাকা বিক্রীর দায়ে ৭মুদির দোকানকে ১৫হাজার টাকা জরিমানা

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ লোহাগাড়া উপজেলা সদর বটতলী স্টেশন এবং আধুনগর বাজারে অভিযান চালিয়ে ৭মুদির দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার ৩অক্টোবর সকালে এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পদ্মাসন সিংহ।

জানা যায়,ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারা মতে উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনের আলুরঘাট রোডস্হ সাহাব মিয়া সওদাগরের মুদির দোকানে ২হাজার টাকা, জসিম উদ্দিনের দোকানে ২হাজার, ফজলুল হকের দোকানে ১ হাজার, দেলোয়ার হোসেনের দোকানে ১হাজার টাকা, লোকমানের দোকানে ২হাজার রিদুয়ানের দোকানে ২হাজার এবং আধুনগর লাল মিয়া সওদাগরের দোকানে ৫হাজার টাকাসহ মোট ১৫হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।

লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পদ্মাসন সিংহ বলেন, উপজেলার বটতলী স্টেশন ও আধুনগর বাজারের ৭টি মুদির দোকানে ৫৮ টাকার ৯২টাকা বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ ৪০ধারা মোট ১৫হাজার টাকা জরিমানা করে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়। এ অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

অভিযানে লোহাগাড়া থানার এসআই অজয়দেব শীল,উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী উপস্হিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।