৩০ সেপ্টেম্বর, ২০২৩ | ১৫ আশ্বিন, ১৪৩০ | ১৪ রবিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  কক্সবাজারে নানা কর্মসূচির মধ্য দিয়ে চ্যানেল আই এর বর্ষপূর্তি উদযাপন   ●  ফেভারিট চকরিয়া কে হারিয়ে মহেশখালী চ্যাম্পিয়ন   ●  মহেশখালী কয়লা বিদ্যুৎ প্রকল্পে ভিটেমাটি দিয়েও চাকুরির প্রতিশ্রুতি এখনো বাস্তবায়ন হয়নি   ●  উখিয়ার হলদিয়ায় ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলাম সিকদারের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত   ●  সেন্টমার্টিনের উপর পর্যটন নির্ভরতা কমানোর পরামর্শ দিলেন এমপি আশেক   ●  কক্সবাজারে ডিএনসির অভিযান ইয়াবাসহ একজন গ্রেফতার, প্রাইভেটকার জব্দ   ●  বিট কর্মকর্তা জহিরুলের সফল অস্ত্রোপচার, এখনো জ্ঞান ফিরেনি   ●  রামুতে দখলবাজদের হামলার ঘটনায় মামলা, শঙ্কামুক্ত নয় জহিরুল   ●  সাবেক এমপি এড. খালেকুজ্জামানের ২৩ তম শাহাদত বার্ষিকী আজ   ●  ছাত্রলীগে অনুপ্রবেশকারী আবু সুফিয়ানের হামলায় উখিয়ায় সংবাদকর্মী আহত

লোহাগাড়ায় হত্যা, চুরি ও বন মামলার পলাতক ৩আসামী গ্রেফতার

লোহাগাড়া প্রতিনিধিঃ লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে হত্যা ও চুরির মামলার পলাতক আসামীসহ ৩জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বিষয়টি লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন যথাক্রমে আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসি এলাকার মৃত মুহাম্মদ সোলাইমানের পুত্র আবদুল জলিল (২৬), চুনতি কাটুরিয়া পাড়া এলাকার মোহাম্মদ হাসেমের পুত্র শফিকুল ইসলাম ও একই ইউনিয়নের নলবনিয়া এলাকার মোস্তাফিজুর রহমানের পুত্র মুহাম্মদ ইউসুফ।

থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম, চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ আলমগীর, এএসআই মুহাম্মদ আবদুল কাইয়ুম ও চুনতি পুলিশ ফাঁড়ির এএসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি পুলিশি দল উপজেলার আমিরাবাদ পুরাতন বিওসি এলাকা হতে হত্যা, অস্ত্র ও নাশকতা মামলার পলাতক আসামী মুহাম্মদ আবদুল জলিলকে,চুনতি নলবনিয়া এলাকা হতে চুরির মামলার পলাতক আসামী মুহাম্মদ ইউসুফ এবং কাঠুরিয়া পাড়া এলাকা হতে বন মামলার পলাতক আসামী মুহাম্মদ শফিকুল ইসলামকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক ৩জন হত্যা, অস্ত্র, নাশকতা, চুরি ও বন বিভাগের মামলার পলাতক আসামী। তারা দীর্ঘদিন কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল। আমাদের থানা পুলিশ ও চুনতি পুলিশ ফাঁড়ির টিম অভিযান চালিয়ে তাদের ৩জনকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতদেরকে আজ ১১অক্টোবর সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।