৩০ মার্চ, ২০২৩ | ১৬ চৈত্র, ১৪২৯ | ৭ রমজান, ১৪৪৪


শিরোনাম
  ●  মহেশখালীতে উচ্ছেদ অভিযানে অবৈধ পাকা স্থাপনা ধ্বংস করলো বনবিভাগ; ৫০ একর বনভূমি দখলমুক্ত   ●  সাগরে ১০টি বস্তায় মিলল ৭ লাখ ইয়াবা   ●  উখিয়ায় কলেজ ছাত্রকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৪   ●  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি কক্সবাজার জেলা কারাগারের বিনম্র শ্রদ্ধা   ●  উখিয়ায় মাটি ভর্তি ডাম্পার আটক   ●  কক্সবাজারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত   ●  স্বাধীনতা দিবসে মরিচ্যা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন   ●  পানেরছড়ায় পাহাড় ও গাছ কাটার হিড়িক, নিরব বন বিভাগ   ●  চকরিয়ায় গণহত্যা দিবসের আলোচনা সভায় এমপি জাফর আলম   ●  চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আ.লীগের ইফতার মাহফিল-আলোচনা সভায় এমপি জাফর

লোহাগাড়ায় শিক্ষার আলো ছড়াচ্ছে বিজিসেনেরহাট উচ্চ বিদ্যালয়

রায়হান সিকদার,লোহাগাড়াঃ লোহাগাড়া উপজেলা ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই ইউনিয়নের বড়হাতিয়া এলাকাটি পাহাড়ী জনপথ হিসেবে বেশ পরিচিত।এই পাহাড়ী জনপদে ১৯৬৮সালে প্রতিষ্টিত হয় বিজিসেনেরহাট উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি জরাজীর্ণ ভবনে শিক্ষার্থীরা পড়ালেখা করত।
এই স্কুল হতে পড়ালেখা শেষ করে ডাক্তার,ইঞ্জিনিয়ার,সরকারী কর্মকর্তা ও রাজনীতিবিদ সহ বিভিন্ন স্তরের ব্যক্তিরা বাংলাদেশের বিভিন্ন স্হানে কর্মরত রয়েছেন।এ বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষকগন শিক্ষার মানোন্নয়নে অগ্রনী ভূমিকা রেখেছেন। জরাজীর্ণ ভবনে শিক্ষার্থীদেরকে অতি কষ্টে শিক্ষকরা পাঠদান করাতেন।
বিগত ২০১৫সালের বিদ্যালয় প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন মাস্টার মুহাম্মদ নাজিম উদ্দিন।
শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নকে এগিয়ে নিতে ৩১ডিসেম্বর ২০১৫সালে বিদ্যালয়ের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আনোয়ার কামাল।বর্তমানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা ১হাজার ১শ জন, শিক্ষকের সংখ্যা ১১জন, খন্ডকালীন শিক্ষক ৮জন, অফিস সহকারী ১, পিওন ১জন।
বিদ্যালয়ে আনোয়ার কামাল সভাপতি নির্বাচিত হওয়ার পর শিক্ষার্থীদের কল্যাণে টেবিল, চেয়ার ও টিউবলের ব্যবস্হা গ্রহনের উদ্যোগ নেন। এই বিদ্যালয়ের প্রতি বছর এসএসসি পরীক্ষা ও জেএসসি পরীক্ষায় শতভাগ পাস করে আসছে। বিদ্যালয়ের দাতা সদস্য শুকলাল শীলের নামকরণে একটি দু`তলা ভবন নির্মিত হয়েছে। এই বিদ্যালয় একটি উপজেলার অন্যতম বিদ্যালয় হিসেবে স্বীকৃত লাভ করেছে। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে এ বিদ্যালয় অনেক এগিয়ে।সম্প্রতি প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রম পিএসসি ও চট্টগ্রাম-১৫আসনের সাংসদ ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির আন্তরিক প্রচেষ্টায় ৪তলা বিশিষ্ট একটি নতুন ভবনের অনুমোদন হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিন জানান,বিদ্যালয়ে তিনি যোগদান করার পুর্বে কোন চেয়ার,টেবিল ও পাকা দালান বলতে কিছুই ছিলনা। ছাত্র-ছাত্রীদেরকে জরাজীর্ণ ভবনে অতি কষ্টে শিক্ষকরা পাঠদান করাতে হতো। বিদ্যালয়ে ১১শ জন শিক্ষার্থী রয়েছে। এমপিও শিক্ষকের সংখ্যা অনেকাংশে কম।তিনি আরো বলেন,এ বিদ্যালয়ে শিক্ষার মান এখন পিছিয়ে নেই।বিদ্যালয়ের মানসম্মত পরিবেশ, শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে এ বিদ্যালয়টি অনেক এগিয়ে যাচ্ছে।

বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট নতুন ভবন অনুমোদন ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রম পিএসসি, সাতকানিয়া লোহাগাড়া আসনের সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নাজিমুদ্দিন নদভী ও বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আনোয়ার কামালকে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষক- শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।