৩১ মার্চ, ২০২৩ | ১৭ চৈত্র, ১৪২৯ | ৮ রমজান, ১৪৪৪


শিরোনাম
  ●  মহেশখালীতে উচ্ছেদ অভিযানে অবৈধ পাকা স্থাপনা ধ্বংস করলো বনবিভাগ; ৫০ একর বনভূমি দখলমুক্ত   ●  সাগরে ১০টি বস্তায় মিলল ৭ লাখ ইয়াবা   ●  উখিয়ায় কলেজ ছাত্রকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৪   ●  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি কক্সবাজার জেলা কারাগারের বিনম্র শ্রদ্ধা   ●  উখিয়ায় মাটি ভর্তি ডাম্পার আটক   ●  কক্সবাজারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত   ●  স্বাধীনতা দিবসে মরিচ্যা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন   ●  পানেরছড়ায় পাহাড় ও গাছ কাটার হিড়িক, নিরব বন বিভাগ   ●  চকরিয়ায় গণহত্যা দিবসের আলোচনা সভায় এমপি জাফর আলম   ●  চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আ.লীগের ইফতার মাহফিল-আলোচনা সভায় এমপি জাফর

লোহাগাড়ায় ভিক্ষুকদের মাঝে ছাগল,পানের দোকান ও হাস-মুরগী বিতরণ করলেন ইউএনও মাহবুব আলম


রায়হান সিকদার,লোহাগাড়াঃ
ভিক্ষা নয়, কর্মই হতে পারে একটি গোষ্ঠীর জীবনমান পরিবর্তনের হাতিয়ার” এই শ্লোগানকে সামনে রেখে লোহাগাড়ার ৯ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম।ইতিমধ্যে আধুনগর,আমিরাবাদ,চরম্বা ও লোহাগাড়া সদর ইউনিয়নে ভিক্ষুকদের স্বাবলম্বী করার লক্ষ্যে ভিক্ষুকমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছেন। তারই ধারাবিকতায় ২২ফেব্রুয়ারি সকালে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে চুনতি ইউনিয়নের ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ২জন ভিক্ষুককে পানের দোকান,১জনকে নগদ ১৫হাজার ৫শ টাকা, ২জনকে ৩টি করে মোট ৬টি ছাগল এবং ৬জনকে হাস-মুরগী ও লালন পালনের খাদ্যসহ প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়েছে।বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আনোয়ার কামাল।বিতরণ অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা নুরুল আবছার,মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস গুলশান আরা বেগম,জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য,লোহাগাড়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও লোহাগাড়া ডায়বেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্টাতা সমাজকর্মী মোহাম্মদ আরমান বাবু রোমেল,চুনতি ইউপির বার বার নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী, চরম্বা ইউপির চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ শফিকুর রহমান,চুনতি ইউপির মেম্বার মোহাম্মদ জমিরুল ইসলাম বাবর,ইউপি সদস্য মোহাম্মদ নেজাম উদ্দিন, মোহাম্মদ জানে আলম,সৌদি প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ আব্বাস উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় মোহাম্মদ আকতার কামালসহ আরো অনেকেই।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।