২৪ সেপ্টেম্বর, ২০২৩ | ৯ আশ্বিন, ১৪৩০ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  চকরিয়ায় হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক, মাইক্রোবাস জব্দ   ●  ‘প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য সেবার অবলম্বন পল্লী চিকিৎসক’-জেলা পরিষদ চেয়ারম্যান   ●  ‘প্রয়োজনে কালো গাউন ছেড়ে রোড লেভেলে যেতে হবে’   ●  তলাবিহীন ঝুড়ি থেকে স্মার্ট বাংলাদেশ করেছেন শেখ হাসিনা: কউক চেয়ারম্যান   ●  এরশাদ সরকার আমল ছিল দেশের স্বর্ণযুগ-সাবেক সাংসদ ইলিয়াছ   ●  পরিবেশ রক্ষায় শেখ হাসিনার উদ্যোগ বিশ্বে প্রশংসনীয় : মোঃ নজিবুল ইসলাম   ●  রোহিঙ্গা প্রত্যাবাসনে পাইলট-প্রকল্প মিয়ানমার-চীনের শুভঙ্করীর ফাঁকি!   ●  কক্সবাজারে ‘জয় কারাতে একাডেমী’ ‘অদ্রিতা পালদের বেড়েছে আত্মবিশ্বাস ও শক্তি’   ●  রামুতে বনবিভাগের অভিযানে পানির পাম্প জব্দ   ●  সীমান্তে গরু চোরাকারবারীদের তালিকা করে আইনের আওতায় আনা হবে-ডিসি মুহম্মদ শাহীন ইমরান

লোহাগাড়ায় পৃথক অভিযানে সিএনজি চোর,অপহরণকারীসহ আটক ৪

রায়হান সিকদার,লোহাগাড়াঃ লোহাগাড়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে এক সিএনজি চোর, ২ অপহরণকারীসহ ৪ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় একটি সিএনজি উদ্ধার করা হয়।

বিষয়টি লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।

আটককৃতরা হল যথাক্রমে লোহাগাড়া সদর ইউনিয়নের উজিরভিটা আলী মাস্টার পাড়া এলাকার নুরুল ইসলামের পুত্র সেলিম উদ্দিন পুতুইন্যা(৩০), আধুনগর সাতগড় মাস্টার পাড়া এলাকার আমির আহমদের পুত্র মোহাম্মদ হোসেন (২৮), পুটিবিলা ইউনিয়নেরর গৌড়স্হান নয়া পাড়া এলাকার নুরুল হকের পুত্র সাইফুল ইসলাম মিনহাজ(২০) ও তার পিতা মৃত আমির হামজার পুত্র মুহাম্মদ নুরুল হক (৪৫)।

থানা সুত্রে জানা গেছে,গত ৯জুলাই রাত্রে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাট হাজির পাড়া এলাকার আবুল কাসেমের পুত্র মুহাম্মদ নাজিম উদ্দিনের বাড়ী থেকে একটি সিএনজি চুরি হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরের দিন রাতে বড়হাতিয়া এলাকা হতে সিএনজিসহ সেলিমকে,সাতগড় মাস্টার পাড়া এলাকা হতে পাসপোর্ট জালিয়াতি মামলায় মোহাম্মদ হোসেনকে গ্রেফতার করা হয়।
অপরদিকে, পুটিবিলা পহরচান্দা মাদারকাটার কোট এলাকার সানোয়ার আলমের কন্যা স্কুল শিক্ষার্থী জয়নাব বেগমকে অপহরণ করার অভিযোগে নুরুল হকের পুত্র মুহাম্মদ সাইফুল ইসলাম মিনহাজ ও তার পিতা নুরুল হককে গ্রেফতার করা হয়।

এ পৃথক অভিযানে নেতৃত্ব দেন চুনতি পুলিশ ফাঁড়ির এসআই পীযূষ চন্দ্র সিংহ।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক সেলিমের বিরুদ্ধে লোহাগাড়া থানার সিএনজি চোরের ঘটনায় চুরির মামলা দায়ের করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে ডাকাতি,সন্ত্রাসী ও চুরির ঘটনায় বান্দরবান,লামা ও হাটহাজারী থানায় পৃথকভাবে ৬টি মামলা রয়েছে।

তিনি আরো জানান, মোহাম্মদ হোসেনকে পাসপোর্ট জালিয়াতি মামলায় এবং পুটিবিলার এক স্কুল শিক্ষার্থীকে অপহরণের দায়ে মিনহাজ ও নুরুল হককে আটক করতে সক্ষম হয়েছি। অপহরণকারী ২জনই পিতা-পুত্র বলেও জানান তিনি।
আটককৃতদেরকে ১১জুলাই সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।