১৯ জানুয়ারি, ২০২৫ | ৫ মাঘ, ১৪৩১ | ১৮ রজব, ১৪৪৬


শিরোনাম
  ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!   ●  কক্সবাজার জেলা প্রশাসনে ‘হাসিনার ভূত’ .নৈশভোটের মাস্টারমাইন্ড ইয়ামিন বহাল তবিয়তে   ●  কক্সবাজার সদর হাসপাতালে যোগদান করলেন ডা. আরিফা মেহের রুমী   ●     ●  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত হোমিওপ্যাথিক চিকিৎসক দল   ●  চকরিয়ায় দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে আটক   ●  অনুপ্রবেশকালে বিজিবি হেফাজতে ৩৬ মিয়ানমার   ●  হলদিয়া বিএনপি উত্তর শাখার সাংগঠনিক পদে প্রার্থীতা করবেন মোহাম্মদ হেলাল    ●  উখিয়ায় বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

লোহাগাড়ায় ছাত্রলীগের দুই গ্রুপের গোলাগুলি: ৯ জন গুলিবিদ্ধ

 golibiddo
চট্টগ্রামের লোহাগাড়ার জঙ্গল পদুয়া এলাকায় মঙ্গলবার রাতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৯জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতরা হলেন, তাজউদ্দিন, মিনহাজ, আরাফাত, আবদুশ শুক্কুর, টিপু, হারুন, জানে আলম, লোকমান হোসেন ও  ইমরান। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে এ গোলাগুলির ঘটনাটি ঘটেছে।

লোহাগড়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক দাবিদার শোয়েবের সঙ্গে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তাজউদ্দিনের বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আজ সকালে উত্তর পদুয়া জুনিয়র উচ্চবিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মো. শোয়েব বক্তৃতা দিতে যান। এসময় ছাত্রলীগের যুগ্ম আহববায়ক তাজউদ্দিনের অনুসারীরা মাইক কেড়ে নেন। পরে রাত সাড়ে ১০টার দিকে জঙ্গল পদুয়া এলাকায় দুই পক্ষ মিছিল করে। মিছিল দুইটি মুখোমুখি হলে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

এসময় ৯জন গুলি বিদ্ধ হয়ে আহত হন। আহতদের লোহাগাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. জাহেদ জানান, গুলিবিদ্ধ নয়জনের মধ্যে গুরুতর আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁরা হলেন মো. তাজউদ্দিন, মো. ইমরান, মো. আরাফাত ও আবদুশ শুক্কুর। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

এব্যাপারে লোহাগাঙা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রিদওয়ানুল হক বলেন, ওই দুজনের ব্যক্তিগত বিরোধের জের ধরে এই গোলাগুলির ঘটনা ঘটেছে।

লোহাগাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজাহান গোলাগুলির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি তদন্ত চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।