২৭ জুলাই, ২০২৪ | ১২ শ্রাবণ, ১৪৩১ | ২০ মহর্‌রম, ১৪৪৬


শিরোনাম
  ●  কলেজছাত্র মুরাদ হত্যা মামলার আসামি রহিম কারাগারে   ●  আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রতিবাদে কক্সবাজার ছাত্রলীগের সমাবেশ   ●  স্বেচ্ছাসেবী কাজে বিশেষ অবদানের জন্য হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান    ●  চতুর্থবারের মতো শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হলেন রোবায়েত   ●  সেন্টমার্টিনে ২ বিজিপি সদস্যসহ ৩৩ রোহিঙ্গা বোঝাই ট্রলার   ●  উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ গ্রেপ্তার ২   ●  উখিয়ায় ৩ হাজার পরিবার পানিবন্দি; কাঁচা ঘরবাড়ি, গ্রামীণ সড়ক লন্ডভন্ড   ●  উখিয়ায় কৃষি বিভাগের প্রণোদনা পেলেন ১৮০০ কৃষক /কৃষাণী   ●  আরসার জোন ও কিলিংগ্রুপ কমান্ডার আটক ৩   ●  পটিয়া প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত

লোহাগাড়ায় কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্হানীয় সরকার প্রতিনিধি প্রশিক্ষণ শুরু

রায়হান সিকদার,লোহাগাড়াঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ২১সেপ্টেম্বর (শনিবার) সকালে কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্হানীয় সরকার প্রতিনিধিদের ২দিন ব্যাপী প্রথম দিনের প্রথম ব্যাচের প্রশিক্ষণ শুরু করা হয়েছে।

কমিউনিটি ক্লিনিক, সিবিএইচসি`র যৌথ উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনাতায়নে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

লোহগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আতাউল করিম আরবি, ডাঃ কে এম আবদুল্লাহ আল মামুন, লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী ও আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম ইউনুছ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী মুহাম্মদ শহীদুল ইসলাম।

মোট ৫টি ব্যাচে এ প্রশিক্ষণ চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত ২টি ইউনিয়নের ২৬জন জনপ্রতিনিধি ও ২জন ইউপি সচিবসহ মোট ২৮জনকে নিয়ে এ প্রশিক্ষণ কর্মসূচি চলবে বলে জানান উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।