২৬ সেপ্টেম্বর, ২০২৩ | ১১ আশ্বিন, ১৪৩০ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  চকরিয়ায় হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক, মাইক্রোবাস জব্দ   ●  ‘প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য সেবার অবলম্বন পল্লী চিকিৎসক’-জেলা পরিষদ চেয়ারম্যান   ●  ‘প্রয়োজনে কালো গাউন ছেড়ে রোড লেভেলে যেতে হবে’   ●  তলাবিহীন ঝুড়ি থেকে স্মার্ট বাংলাদেশ করেছেন শেখ হাসিনা: কউক চেয়ারম্যান   ●  এরশাদ সরকার আমল ছিল দেশের স্বর্ণযুগ-সাবেক সাংসদ ইলিয়াছ   ●  পরিবেশ রক্ষায় শেখ হাসিনার উদ্যোগ বিশ্বে প্রশংসনীয় : মোঃ নজিবুল ইসলাম   ●  রোহিঙ্গা প্রত্যাবাসনে পাইলট-প্রকল্প মিয়ানমার-চীনের শুভঙ্করীর ফাঁকি!   ●  কক্সবাজারে ‘জয় কারাতে একাডেমী’ ‘অদ্রিতা পালদের বেড়েছে আত্মবিশ্বাস ও শক্তি’   ●  রামুতে বনবিভাগের অভিযানে পানির পাম্প জব্দ   ●  সীমান্তে গরু চোরাকারবারীদের তালিকা করে আইনের আওতায় আনা হবে-ডিসি মুহম্মদ শাহীন ইমরান

লোহাগাড়ায় আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্টিত

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ লোহাগাড়া উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্টিত হয়েছে।

২৩ অক্টোবর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তৌছিফ আহমেদ।

সভায় বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির,লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পদ্মাসন সিংহ লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মুহাম্মদ হানিফ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন
লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু কোম্পানি, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, চরম্বা ইউপি চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ শফিকুর রহমান, কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম এ ওয়াহেদ, আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম ইউনুছ, পুটিবিলা ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান সুজিত বড়ুয়া কাজল, আধুনগর ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান শিবুরঞ্জন পাল,সুখছড়ি রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নজির হোসাইন, সাংবাদিক মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাংবাদিক মাওলানা আবদুল জব্বার ফিরোজ, সাংবাদিক আবদুল আউয়াল জনি।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম, সম্প্রতি ঘুটি কয়েক দুস্কৃতকারীরা ভোলায় একটি ঘটনা ঘটেছিল।ধর্মীয় অনুভূতির উপর আঘাত আনা সকল ধর্মের জন্য ব্যতিত বিষয়।
তিনি আরো বলেন, ভোলার মত লোহাগাড়ায় কেউ এ ধরণের ঘটনা ঘটার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। ফেইসবুকে ধর্মীয় উস্কানিমুলক পোষ্ট দিলে কঠোর ব্যবস্হা নেওয়া হবে। এদের কাউকে ছাড় দেওয়া হবেনা । সাংবাদিক, পুলিশ ও জনপ্রতিনিধিদেরকে একসাথে কাজ করারও আহবান জানান তিনি।

সভাপতির বক্তব্যে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তৌছিফ আহমেদ বলেন,ভোলা কিছু দুষ্কৃতকারীরা ঘটনা ঘটিয়ে দেশকে অরাজকতা করার চেষ্টা করেছিল। ধর্ম নিয়ে যারা অশালীন মন্তব্য করে, তারা বিকৃত মানসিকতার।
ধর্মে অন্য কোনও ধর্মের ওপর আঘাত দেওয়ার কথা বলা হয়নি। ধর্মীয় অনুভূতির উপর আঘাত আনা সকল ধর্মের জন্য ব্যতিত বিষয়। ফেইসবুকে ধর্মীয় উস্কানিমুলক পোষ্ট দিলে কঠোর ব্যবস্হা নেওয়া হবে।আমরা এদের কাউকে ছাড় দিবোনা। তিনি আরো জানান,বর্তমান সরকার এদেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। কিন্তু একটি মহল বর্তমানের
সরকারের উন্নয়নে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে। সরকারের উন্নয়নমুলক কর্মকান্ডে কেউ বাধা প্রদান করলে আমরা কঠোর ব্যবস্হা নিবো।

সভায় উপজেলার সকল জনপ্রতিবিধিরা, মাদ্রাসার সুপারগণ, সাংবাদিকবৃন্দ ও উপজেলার কর্মরত কর্মকর্তাবৃন্দরা উপস্হিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।