৩১ মার্চ, ২০২৩ | ১৭ চৈত্র, ১৪২৯ | ৮ রমজান, ১৪৪৪


শিরোনাম
  ●  মহেশখালীতে উচ্ছেদ অভিযানে অবৈধ পাকা স্থাপনা ধ্বংস করলো বনবিভাগ; ৫০ একর বনভূমি দখলমুক্ত   ●  সাগরে ১০টি বস্তায় মিলল ৭ লাখ ইয়াবা   ●  উখিয়ায় কলেজ ছাত্রকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৪   ●  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি কক্সবাজার জেলা কারাগারের বিনম্র শ্রদ্ধা   ●  উখিয়ায় মাটি ভর্তি ডাম্পার আটক   ●  কক্সবাজারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত   ●  স্বাধীনতা দিবসে মরিচ্যা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন   ●  পানেরছড়ায় পাহাড় ও গাছ কাটার হিড়িক, নিরব বন বিভাগ   ●  চকরিয়ায় গণহত্যা দিবসের আলোচনা সভায় এমপি জাফর আলম   ●  চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আ.লীগের ইফতার মাহফিল-আলোচনা সভায় এমপি জাফর

লাঠি হাতে মোড়ে মোড়ে কক্সবাজার ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক::বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিরুদ্ধে জিয়া অর্ফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আজ (বৃহস্পতিবার)। এ রায়কে কেন্দ্র করে বিএনপি ও ক্ষমতাসীন আওয়ামী লীগ মুখোমুখি অবস্থানে রয়েছে। এরই অংশ হিসেবে সকাল থেকে কক্সবাজার শহরের লাঠি হাতে মোড়ে মোড়ে অবস্থান নিতে দেখা গেছে ছাত্রলীগের নেতাকর্মীদের। বিএনপি নেতাদের হদিস না মিললেও ছাত্রলীগ বলছে, তাদের (বিএনপির) সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতেই এ অবস্থান।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়, সিনিয়র সহ-সভাপতি ইসমাঈল সাজ্জাদ, সহ- সভাপতি আভাষ শর্মা বিশু, সাধারণ সম্পাদক মোর্শেদ হোসাইন তানিম ও উপ-দপ্তর সম্পাদক মাইন উদ্দিনের নেতৃত্বে শহরের টেকনাপাড়ায় অবস্থান নিয়েছে নেতকর্মীরা। বাজারঘাটা এলাকায় আছেন জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হোসাইন ইবনে মারুফ ও সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম আজাদ বাবু’র নেতৃত্বে অবস্থান নিয়েছে নেতাকর্মীরা।

ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক আহমেদ জয় বলেন, বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড ১৫ মিনিটে দমন করবে ছাত্রলীগ। সাধারণ মানুষ যাতে তাদের প্রতিদিনের মতো যাতায়াত করতে পারে সেদিকে খেয়াল রাখছে ছাত্রলীগ।

এদিকে রায়কে ঘিরে যেকোন ধরনের নাশকতা ঠেকাতে তৎপর আইনশঙ্খলাবাহিনী। তারাও পুরো কক্সবাজার শহরের মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে। প্রতিনিয়ত টহল দিচ্ছে পুলিশ, বিজিবি ও র‌্যাব। সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্নে করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল।

প্রসঙ্গত, খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার বকশীবাজারে বিশেষ জজ আদালত-৫-এ ঘোষণা করার কথা রয়েছে। এ রায়কে কেন্দ্র করে জিরো ট্রলারেন্স জারি করেছে প্রশাসন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।