২৫ জুলাই, ২০২৪ | ১০ শ্রাবণ, ১৪৩১ | ১৮ মহর্‌রম, ১৪৪৬


শিরোনাম
  ●  কলেজছাত্র মুরাদ হত্যা মামলার আসামি রহিম কারাগারে   ●  আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রতিবাদে কক্সবাজার ছাত্রলীগের সমাবেশ   ●  স্বেচ্ছাসেবী কাজে বিশেষ অবদানের জন্য হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান    ●  চতুর্থবারের মতো শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হলেন রোবায়েত   ●  সেন্টমার্টিনে ২ বিজিপি সদস্যসহ ৩৩ রোহিঙ্গা বোঝাই ট্রলার   ●  উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ গ্রেপ্তার ২   ●  উখিয়ায় ৩ হাজার পরিবার পানিবন্দি; কাঁচা ঘরবাড়ি, গ্রামীণ সড়ক লন্ডভন্ড   ●  উখিয়ায় কৃষি বিভাগের প্রণোদনা পেলেন ১৮০০ কৃষক /কৃষাণী   ●  আরসার জোন ও কিলিংগ্রুপ কমান্ডার আটক ৩   ●  পটিয়া প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত

রোহিঙ্গা ক্যাম্পে দুইপক্ষের গোলাগুলিতে দুই শিশুসহ গুলিবিদ্ধ ৩

নিজস্ব প্রতিনিধি :
কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে ‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে সন্ত্রাসীদের দুইপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে; এতে দুই শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছে।

সোমবার দুপুর আড়াইটায় উখিয়া উপজেলার কুতুপালং ৮-ডবিøউ ২ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে এ ঘটনা ঘটে বলে জানান ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুনুর রশীদ।

আহতরা হলেন- উখিয়া উপজেলার ৮-ডবিøউ ২ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ-১৯ বøকের মোহাম্মদ করিমের ছেলে ওমর ফারুক (৭) এবং আশ্রয় শিবিরটির একই বøকের বাসিন্দা মোহাম্মদ জামালের ছেলে জসিম (৬) ও মো. ইউনুসের ছেলে কলিম উল্লাহ (৩৮)।

স্থানীয়দের বরাতে ছৈয়দ হারুনুর রশীদ বলেন, সোমবার দুপুরে উখিয়া উপজেলার কুতুপালং ৮-ডবিøউ ২ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসা’র ২০/২৫ জন সন্ত্রাসী অতর্কিত এলোপাতাড়ী গুলি ছুড়ে। এতে দুই শিশুসহ ৩ জন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে এপিবিএন এর একটি দল ঘটনাস্থলে পৌঁছলে দূর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে গুলিবিদ্ধদের স্থানীয়রা উদ্ধার করে উখিয়ার কুতুপালং সংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি কওে বলে জানান অতিরিক্ত উপ-মহাপরিদর্শক।

ছৈয়দ হারুনুর রশীদ জানান, প্রাথমিকভাবে ঘটনাটি রোহিঙ্গা আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।