৩১ ডিসেম্বর, ২০২৫ | ১৬ পৌষ, ১৪৩২ | ১০ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর

রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে নিরাপত্তা হুমকির মুখে-ব্যারিস্টার মিজান সাঈদ

রোহিঙ্গা শরণার্থীদের কারণে কক্সবাজারে ভয়াবহ সামাজিক নিরাপত্তা ও পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে কৃষি জমি ও পাহাড়। তাদের কারণে কক্সবাজারের স্থানীয় মানুষের খাদ্য নিরাপত্তা ও হুমকির মুখে । রোহিঙ্গারা যেন কোনভাবেই ভোটার হতে না পারে সেজন্য স্থানীয় জনপ্রতিনিদের সচেতন হওয়ার জন্য  আহ্বান জানিয়েছেন কক্সবাজার -৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার
মিজান সাঈদ।
শুক্রবার  (২৫ আগস্ট) ঈদগাঁও  ইসলামাবাদ তৃণমূল আওয়ামী লীগ  কর্তৃক আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী অবস্থান মানব ও মাদক পাচারের মতো নিরাপত্তার ঝুঁকি তৈরি করেছে। যার প্রভাব এই অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। এদের কারনে সামনে আমাদের কঠিন পরিস্হিতি মোকাবেলা করতে হতে পারে। তিনি প্রত্যাশা করেন যে, রোহিঙ্গাদের প্রত্যাবাসন দ্রুততম সময়ের মধ্যে শুরু হবে।
ব্যারিস্টার মিজান সাঈদ আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে অতি অল্প সময়ের মধ্যেই ক্ষুধা-দারিদ্র-শোষণমুক্ত সোনার বাংলা গড়ার ভিত্তি গড়ে দিয়েছিলেন। অর্থনৈতিক মুক্তি ও দক্ষ মানবসম্পদ গড়ার প্রক্রিয়া পরিকল্পনামতোই এগোচ্ছিল। কিন্তু সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে সকল উন্নয়ন স্থবির হয়ে যায়।
যত দিন বাঙালি জাতি থাকবে,ততদিন  আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির হৃদয়ে অমলিন থাকবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলেও তার আদর্শকে হত্যা করা সম্ভব নয়।বঙ্গবন্ধুর কর্ম ও জীবন সবসময় বাঙালীদের প্রেরণার উৎস হয়ে থাকবে ।
আগামী দিনগুলোত নানা ষড়যন্ত্র হতে পারে উল্লেখ করে ব্যারিস্টার মিজান সাঈদ বলেন, আমাদের সতর্ক থাকতে হবে। আগামী জাতীয় নির্বাচনে নেত্রী যাকে মনোনয়ন দিবেন, আমরা সবাই তার পক্ষ হয়ে কাজ করবো। নির্বাচনকে সামনে রেখে বঙ্গবন্ধুর হত্যাকারীরা আবারও দেশবিরোধী ষড়যন্ত্রে সক্রিয় হয়ে উঠেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।