৮ ডিসেম্বর, ২০২৩ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩০ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  আরসা প্রধান আতাউল্লাহসহ ৪৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা   ●  কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত আটক   ●  হলফনামা বিশ্লেষণ: ৫ বছরে এমপি আশেকের সম্পদ বেড়েছে ২ কোটি টাকার কাছা-কাছি   ●  ২১ দিন বন্ধের পর মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে এল পন্যবাহি চারটি ট্রলার   ●  মহেশখালীতে সাবেক ইউপি সদস্যেকে পিটিয়ে হত্যা   ●  ভ্রাতৃঘাতি দেশপ্রেমহীন রোহিঙ্গা আরসা-আরএসও প্রসঙ্গে; এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর   ●  কক্সবাজারে রেল : শুরুতেই ইজিবাইক চালকদের দৌরাত্ম্য ২০ টাকা ভাড়া রাতা-রাতি ৫০ টাকা!   ●  মাদক কারবারিদের হুমকির আতঙ্কে ইউপি সদস্য কামালের সংবাদ সম্মেলন   ●  সালাহউদ্দিন সিআইপি ও এমপি জাফরকে আদালতে তলব   ●  কক্সবাজার-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন এমপি জাফর আলম

রিপোটার্স ইউনিটিকে হারিয়ে শিরোপা ঘরে তুলল ক্রীড়া লেখক সমিতি

Pic-1

স্বাধীনতা দিবস প্রিমিয়ার সিমেন্ট মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কক্সবাজার একাদশ। ৩১ মার্চ বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ক্রীড়া লেখক সমিতি ৬ উইকেটে টপ ফেভারিট কক্সবাজার রিপোটার্স ইউনিটিকে হারিয়ে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলে দীপু বাহিনী। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে রিপোটার্স ইউনিটি নির্ধারিত ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার রাশেদ রিপন ৩১ বলে সর্বোচ্চ ৩৩ রান সংগ্রহ করেন।  ক্রীড়া লেখক সমিতির পারভেজ, পলাশ, আরোজ ফারুক প্রত্যেকে দু’টি করে উইকেট দখল করেন। জবাবে ব্যাট করতে নেমে ক্রীড়া লেখক সমিতি ১২ ওভার ৩ বলে মাত্র ৪ উইকেট হারিয়ে প্রয়োজনীয় ৯৭ রান তুলে নেয়। দলের পক্ষে সাইফুল ৩৬ বলে দু’টি বিশাল ছক্কা ও একটি চারের সাহায্যে ৩৭ রানে অপরাজিত ছিলেন। এছাড়া নির্ভরযোগ্য ব্যাটসম্যান রুবেল ১৭, বলরাম মাত্র ৩ বলে ১০ রান সংগ্রহ করেন। রিপোটার্স ইউনিটির শাহনিয়াজ ও ইউসুফ দু’টি করে উইকেট দখল করেন। ফাইনালে অসাধারণ অলরাউন্ড নৈপুন্যের জন্য চ্যাম্পিয়ন দলের সাইফুল ম্যান অব দ্যা ম্যাচ বিবেচিত হন। এছাড়া রানার্স আপ দলের অল রাউন্ডার রাশেদ রিপন ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন।  এদিকে ফাইনাল শেষে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠান টুর্নামেন্ট উদযাপন কমিটির আহবায়ক, প্রবীণ সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আলী হোসেন বলেছেন, কক্সবাজারের ক্রীড়া ও পর্যটন উন্নয়নে সংবাদকর্মীদের ভূমিকা প্রশংসনীয়। কক্সবাজারে কর্মরত সংবাদকর্মীদের নিরেট বিনোদনের অংশ হিসেবে এরকম প্রতিযোগিতা কাজে ফলে উৎসাহ যোগাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু, সিনিয়র সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, সিনিয়র সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত, দৈনিক আজকের দেশবিদেশ সম্পাদক আয়ুবুল ইসলাম, দৈনিক বাঁকখালী সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম হেলালী, ইকরাম চৌধুরী টিপু, মোহাম্মদ হাশিম, সাগরদেশ সম্পাদক মোস্তফা সরওয়ার, কক্সবাজার বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুর রহিম শাহীন, দৈনিক সৈকতের নির্বাহী সম্পাদক আনছার হোসেন, কক্সবাজার রিপোটার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী, কক্সবাজার অন লাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি দে।  পরে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।