ইমাম খাইরঃ
রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) হিসেবে নিয়োগ পেয়েছেন কক্সবাজার জেলা সদর হাসপাতালের আরএমও (প্রশাসন) ডাঃ নোবেল কুমার বড়ুয়া।
২৯ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডাক্তার মোঃ বেলাল হোসেন স্বাক্ষরিত ৪০.০১.০০০০.০০৪.০৩.০০১.১৯.৯২.৭৭০ স্মারকে নিয়োগ চূড়ান্ত করা হয়।
ডাঃ নোবেল কুমার বড়ুয়া গত ১৭ জুন কক্সবাজার জেলা সদর হাসপাতালের আরএমও (প্রশাসন) হিসেবে যোগ দেন। মাত্র ৬ মাস দায়িত্ব পালনে তিনি অত্যন্ত দক্ষ ও যোগ্য কর্মকর্তার পরিচয় দিয়েছেন।
তিনি বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) কক্সবাজার জেলা শাখার প্রচার ও জনসংযোগ বিষয়ক সম্পাদক।
নতুন কর্মস্থলে সঠিকভাবে দায়িত্ব পালনে সবার আন্তরিক পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন ডাঃ নোবেল কুমার বড়ুয়া।
সেই সঙ্গে পুরনো কর্মস্থল যারা বিভিন্নভাবে সহযোগিতা দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।